শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
আবারো শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশের

আবারো শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশের

সাজু আহমেদ, ক্রিড়া প্রতিবেদকঃ ভারতের বিপক্ষে নিদাহাস কাপের ফাইনাল ম্যাচে শেষের রোমাঞ্চে আবারো হারল বাংলাদেশ। আরো একবার তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। প্রথম তিন ওভারে ১৩ রান দেওয়া রুবেল ১৯তম ওভারে দিলেন ২২ রান। শেষ ওভারে ১২ রান দরকার হলেও রান আটকাতে পারেননি সৌম্য সরকার। নিদাহাস কাপের ফাইনালে ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নামা ভারতের দুই ব্যাটসম্যানকে ৩২ রানে সাজঘরে ফেরালেও চাপ সামলে নেয় ভারত। ১৪ বলে ২৪ রানে লোকেশ রাহুল তৃতীয় ব্যাটসম্যান হিসেবে রুবেলের বলে ফিরে গেলেও রোহিত শর্মার ব্যাটে লক্ষ্যের দিকে ছুটটে থাকে ভারত। প্রথমে ঝড়ো শুরু করলেও ২.৪ ওভারেই ৩২ রানে ২ উইকেট তুলে নেয় টাইগাররা। ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানকে ক্যাচে পরিণত করেন সাকিব। এরপরই সুরেশ রায়নাকে শুন্য রানে আউট করেন টাইগার বোলার রুবেল। কিন্তু অপর ওপেনার রোহিত শর্মাকে শুরুতে থামানো যায়নি। তিনি ৪২ বলে ৫৬ রানে আউট হন। রাহুলের পর ব্যাটে আসেন মনিস পান্ডেকে দারুণ ক্যাচে পরিণত করেন মোস্তাফিজ। তিনি ২৭ বলে ২৮ করে আউট হন। টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রবিবার সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের খেলায় আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। উদ্বোধনীতে ২৭ রান করেন তামিম ইকবাল ও লিটন কুমার। এরপর ৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ দল। ওয়াশিংটন সুন্দরকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বল শূন্যে তুলে দেন লিটন। ৯ বলে ১১ রান করে ফেরেন এই ওপেনার। কোনো রান যোগ করার আগেই ফেরেন তামিম ইকবাল। উনাদখতকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি রোতে শারদুল ঠাকুরের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তামিম। সাজঘরে ফেরার আগে ১৩ বলে ১ চারের মারে ১৫ রান করেন বাংলাদেশ সেরা এই ওপেনার। এর আগে সাব্বির রহমান রুম্মনের লড়াকু ব্যাটিংয়ে ভর করে ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ। শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে টাইগাররা। টি-টোয়েন্টিতে ২১ ম্যাচ পর ফিফটির দেখা পান সাব্বির রহমান। তার ব্যাটে ভর করে ভারতের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ দল। ৭৭ রান করে সাজঘরে ফেরেন সাব্বির। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ঢাকার মিরপুর শেরেবাংলায় ৮০ রানের ইনিংস খেলেছিলেন সাব্বির। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই তার সর্বোচ্চ রানের স্কোর। রবিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের বিপক্ষে ৫০ বল মোকাবেলা করে ৭ চার ও ৪ ছক্কায় ৭৭ রান করে আউট হন সাব্বির রহমান। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে পথ দেখান সাব্বির। প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই চাপে পড়ে যায় টাইগাররা। দলের এমন কঠিন বিপদের দিনে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন সাব্বির। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন তারকা এ ব্যাটসম্যান। এরপর মাত্র ৬ রানের ব্যবধানে শেখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার। চতুর্থ উইকেটে সাব্বিরের সঙ্গে ৩৫ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান মুশফিকুর রহিম। ১২ বলে ৯ রান করে ফেরেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ফের ৩৬ রানের জুটি গড়তেই ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়েন রিয়াদ। তার আগে ১৬ বলে ২১ রান করে যান মাহমুদউল্লাহ। রিয়াদের বিদায়ের পর সাকিব আল হাসানের সঙ্গে ফের জুটি বাঁধেন সাব্বির। এই জুটি ২৯ রান তুলতেই বিপদে পড়ে যায়।৭ বলে ৭ রান করে ফেরেন সাকিব। এরপর দ্রুত বিদায় নেন সাব্বির নিজেও। ইনিংসের শুরুর দিকে ব্যাটিংয়ে নামা সাব্বির খেলে যান ১৮.২ ওভার পর্যন্ত। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ৭ বলের অপরাজিত ১৯ রানের সুবাদে ১৬৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: