বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
এক গুচ্ছ আঙুরের দাম ৮ লাখ টাকা

এক গুচ্ছ আঙুরের দাম ৮ লাখ টাকা

ww-105আমার সুরমা ডটকম ডেক্সজাপানে রেকর্ডমূল্যে বিক্রি হয়েছে এক গুচ্ছ আঙুর। ওই গুচ্ছতে ছিল মাত্র ৩০টি আঙুর। অথচ নিলামে এক একটি বিক্রি হয়েছে ২৭ হাজার ৩৯৬ টাকায়। সবমিলিয়ে ৩০টি আঙুর বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৮ লাখ টাকায়। ‘রুবি রোমান’ নামে পরিচিত এই ঐতিহ্যবাহী আঙুরগুলো নিলামে কিনেছেন স্থানীয় এক দোকান ব্যবসায়ী। ৩০টি আঙুরের জন্য তাকে গুণে গুণে দিতে হয়েছে ৮ হাজার ৩৫০ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৪৭ হাজার ২৭০ টাকা)। সে হিসেবে প্রতিটি আঙুরের দাম পড়েছে ২৭০ পাউন্ড বা ২৭ হাজার ৩৯৬ টাকা। ‘রুবি রোমান’ জাতের আঙুরগুলো রুবি পাথরের মতই মূল্যবান। এটি বিশ্বের সবচাইতে দামি আঙুরের একটি। এর এক একটির আকার একটি পিংপং বলের সমান বড়। জাপানে রুবি রোমান নামের ঐতিহ্যবাহী এই আঙুরটি মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত।

নিলামে বিক্রি হওয়া আঙুরগুলো ফলানো হয়েছে জাপানের ইশিকাওয়া এলাকায়। রুবি রোমান জাতের এই আঙুরের শর্ত হলো একেকটির ওজন কমপক্ষে ২০ গ্রাম হতে হবে। এছাড়া এতে কমপক্ষে ১৮ শতাংশ চিনি থাকতে হবে। রুবি রোমান আঙুরের চাষ শুরু হয় ১৯৯২ সালে, জাপানের ইশিকাওয়া অঞ্চলে। দীর্ঘ এক যুগ পর অর্থাৎ ২০০৪ সালে এটি বিশ্বব্যাপী পরিচিতি পায়। ২০০৮ সালে প্রথমবারের মত এটি বিক্রির জন্য বাজারে তোলা হয়। এরপর থেকে প্রতি বছরই এর মূল্য বেড়েই চলেছে। এর কারণ হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং একই সঙ্গে জনপ্রিয়তা।

এবার সর্বোচ্চ মূল্যে আঙুরগুলো যিনি কিনে নিয়েছেন তিনি হলেন পশ্চিম জাপানের দোকান ব্যবসায়ী তাকামারু কোনিশি। এ সম্পর্কে তিনি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘এই আঙুরগুলো সত্যিকারের রুবি রোমান রত্ন। আমি এই আঙুরগুলো কোনো ক্রেতার কাছে বিক্রি করার আগে আমার দোকানে প্রদর্শন করবো। তারপর ক্রেতাকে এর স্বাদ নিতে দেবো।’ জাপানের যে বাজারে এই রুবি রোমান জাতের আঙুরগুলি বিক্রি হয়েছে সেখানে আপেল, তরমুজ ইত্যাদি ফলও নিলামে বিক্রি হয়ে থেকে। এই বাজারেই গতবছর মাত্র একজোড়া তরমুজ বিক্রি হয়েছিল ১.৫ মিলিয়ন ইয়েনে। সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: