শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
ছাতকে অগ্নিকাণ্ডে ৬টি গবাদিপশুসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ছাতকে অগ্নিকাণ্ডে ৬টি গবাদিপশুসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি গবাদিপশু, গোয়ালঘর, বাংলাঘর ও খড়ের ঘরসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় একজন কাজের লোকসহ আরো ১০টি গরু আহত হয়। শনিবার ৩০ ডিসেম্বর গভীর রাতে জাউয়া ইউপির দেবেরগাঁও (মাঝহাটি) গ্রামের আব্দুল মনাফের ছেলে তোতা মিয়া, খলিল মিয়া, নূর মিয়া ও আমির আলীর ছেলে মাওলানা ফজলুল হক আমিনীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মী ও গ্রামবাসির দু’ঘণ্টাব্যাপী অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি গর্ভবতী গাভীসহ ৬টি গরু ও মালামালসহ ঘরের ৬টি রুম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন খান ও কাজের লোক কেরামত আলীসহ আরো ১০টি গরু আহত হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার সকালে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন সাবেক চেয়ারম্যান নূরুল ইসলামসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনা নিশ্চিত করেছেন জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: