শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

ছাতকে মাদক বিরোধি মতবিনিময় সভা অনুষ্ঠিত

চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন থেকে মাদকদ্রব্য, তীর নামক জুয়াসহ অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এ নিয়ে কয়েকদিন থেকে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এতে প্রশাসনের কাছে সামাজিকভাবে এসব অবৈধ কার্যকলাপ বন্ধের দাবি করেন স্থানীয় সচেতন মহল। কিন্তু রহস্যজনক কারণে এসব বন্ধ কিংবা অভিযানের তেমন কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। অনেককে তীর নামের জুয়া খেলায় জড়িতদের গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে নিয়ে লঘু শাস্তি ও জরিমানা আদায় করা হয়। কিন্তু এরপরেই আবার শুরু হয় তাদের অপতৎপরতা। এ পেশার সাথে জড়িয়ে নিজেদের ধ্বংসের পথ বেঁচে নিয়েছে যুব সমাজ। এতে শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে মাদক, অসামাজিক কার্যকলাপসহ তীর নামক জুয়ার ভয়ঙ্কর স্পট উপজেলার গোবিন্দগঞ্জস্থ বসন্তপুর সিএনজি অটো-রিকশা স্ট্যান্ডে স্থানীয়দের সাথে এক মাদক বিরোধি মতবিনিময় ও বিট পুলিশিং সভা করেছে থানা প্রশাসন। ছৈলা-আফজালাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জুসেফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, মাদক, তীরসহ অসামাজিক কার্যকলাপ যারা করে তারা আইনের চোখে অপরাধি। আর যারা এসব অপরাধিদের সহযোগিতা করে বিভিন্নভাবে ফায়দা হাসিল করে আসছে তারাই সমান অপরাধি। এসব অপরাধিদের তালিকা তৈরির মাধ্যমে চিহ্নিত করতে হবে। এদের নির্মুল করতে হলে পুলিশের সাথে এলাকাবাসি সহযোগিতার হাত বাড়াতে হবে। বক্তব্য রাখেন দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, থানার এসআই শামীম আহমদ, স্থানীয় ওবায়দুর রউফ বাবলু, আবদুল হান্নান আঙ্গুর, হারুন মিয়া, আবিদুর রহমান আঙ্গুর, রইছ আলী, রমজান আলী, লাল মিয়া, দিদার আলম, আতাউর রহমান এমরান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: