বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
ছাতকে সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন মিয়া চৌধুরীর দাফন সম্পন্ন

ছাতকে সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন মিয়া চৌধুরীর দাফন সম্পন্ন

চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতকের প্রতিষ্ঠাকালিন উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগি ও সমাজসেবি সুজন মিয়া চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শতবর্ষি সুজন মিয়া চৌধুরি প্রথম উপজেলা চেয়ারম্যান ও ২ বার ছাতক সদর ইউপি চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই, বোন, ভাতিজা-ভাতিজি, আত্মীয়-স্বজনসহ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বেলা সোয়া ২টায় ছাতক মহসিন ফিল্ডে জানাযা শেষে বাগবাড়ি পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাযায় সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সহকারি পুলিশ সুপার দুলন মিয়া, দোয়ারা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উল্লাহ খান, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরি মিজান, সুনামগঞ্জ জেলা জাপার সাধারণ সম্পাদক আনম ওহিদ কনা মিয়া, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য শামিম আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, ওসি আতিকুর রহমান, উপজেলা আ’লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, ছানাউর রহমান তালুকদার ছানা, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ তিতুমীর, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব আলী কালা মিয়া, নোয়াগাঁও গনেশপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, ছাতক উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম তালুকদার, সেক্রেটারী আকবর আলী, ছাতক অনার্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পদক আনোয়ার হোসেন রনি, লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের সিএসআর ম্যানেজার সাব্বির হোসেন, খেলাফত মজলিস নেতা মাওলানা ফজলুর রহমান, জালালিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাইফুল ইসলাম, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, অদুদ আলম, কুটি মিয়া, সাবেক চেয়ারম্যান লায়েক মিয়া, এড. সুফি আলম সুহেল, নিজাম উদ্দিন, নজরুল হক, শাহাজুল ইসলাম, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, দিলোয়ার হোসেন, ধন মিয়া, আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, আছাব মিয়া, পাথর ব্যবসায়ি সমিতির সভাপতি হাজি জয়নাল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, ছাতক বহুমূখি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ কামাল সূফি, কলেজের অফিস সহকারি আব্দুর রহিম, ব্যবসায়ি হাজি হেলাল উদ্দিন, মাওলানা আলাউদ্দিন, হাজি সামছ উদ্দিন, হাজি ফজলু মিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পিয়ারা মিয়া, আলী হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম মুহিত, হাবিব উল্লাহ জামেয়া তাতিকোনার মুহতামিম হাফেজ আলী হোসেনসহ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ি, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: