শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করেন এমপি রতন

জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করেন এমপি রতন

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের কামধরপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বুধবার বিকেলে ইউনিয়নের কামধরপুর বাজারে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব ফেনারবাক ইউনিয়নের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার।
উপজেলা আওয়ামী লীগের নেতা রিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সদস্য শামীম আক্তার খানম, বিশেষ অতিথি সাবেক সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি বীরমুক্তি যোদ্ধা এড. আলী আমজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বীনা রানী তালুকদার, সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মো. আব্দুল বাসেত, জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, সদস্য শাহানা আল আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, ধর্মপাশা উপজেলা যুবলীগের নেতা তরিকুল ইসলাম পলাশসহ  আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ফেনারবাক ইউনিয়নের কামধরপুর গ্রামে মোট ৩শত ৪১টি সংযোগ প্রদান করা হয়েছে, যার ব্যয় প্রায় ১ কোটি ৮ লক্ষ ১৮ হাজার টাকা। তিনি আরও বলেন, সুনামগঞ্জ টু নেত্রকোণা পর্যন্ত উড়াল সেতু নির্মাণ করা হবে। যার নাম হবে শেখ হাসিনা উড়াল সেতু। অচিরেই কাজ শুরু হবে ইনশাল্লাহু।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: