শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

জামালগঞ্জ‌ে হাওরবাসীক‌ে রক্ষার জন্য আব‌দেন

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাসুনামগঞ্জ‌ের জামালগঞ্জ উপজ‌েলার শন‌ি হাওর‌ের গুরুত্বপূর্ণ ও ঝুক‌িপূর্ণ অংশ বাদ পড়ায় হাওর বাসীক‌ে রক্ষা করার জন্য আব‌েদন করা হয়‌েছে, সুনামগঞ্জ ১ আসন‌ের এমপ‌ি মোয়াজ্জ‌েম হ‌োস‌েন রতন এর কাছ‌ে। ল‌িখিত আব‌েদন কর‌েন হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দ‌োলনের সহ-সভাপত‌ি ও সাব‌েক জামালগঞ্জ উপজ‌েলা চ‌েয়ারম্যান ইউসুফ আল আজাদ। আব‌েদন সুত্র‌ে জানা যায়, জামালগঞ্জ উপজ‌েলাধীন শন‌ির হাওর‌ে লাখ কৃষক পর‌িবার‌ের জীবন জীব‌িকার একমাত্র অবলম্বন। শন‌ির হাওর জামালগঞ্জ ও তাহ‌িরপুর দুট‌ি উপজ‌েলার সমন্বয়‌ে গঠ‌িত। এ হাওর‌ে রাধানগর দক্ষীণ পাড়া মসজ‌িদ হত‌ে বদরপুর নদীর পাড়‌ের বাধ‌টি অতীব গুরুত্বপূর্ণ এবং ঝুক‌িপূর্ণ বট‌ে। ক‌ন্তিু পর‌িতাপ‌ের ব‌িষয় য‌ে চলমান পান‌ি উন্নয়ন ব‌োড‌ের কাজ‌ের প্রকল্প হত‌ে ভূল বশত উক্ত অংশট‌ি বাদ দ‌েওয়া হয়‌েছে। বাদ পড়া অংশ দ‌ৈঘ্য ১,৫০০ ক‌িমি‌। ম‌েরামত না হল‌ে শন‌ির হাওর‌ে চলমান দুট‌ি উপজ‌েলার ক‌োট‌ি কোট‌ি  টাকা ব্যয়‌ের ক‌োন বাস্তব‌িক মূল্যই থাকব‌েনা। জরুরী  ব‌িত্তিত‌ে বাধট‌ির কাজ বাস্তবায়ন‌ের জন্য প্রয়‌োজনীয়  ব্যব স্তা ন‌িতে  মহ‌োদয়‌ের সদয়  দৃষ্ট‌ি  কামনা কর‌ি। সদর অবগত‌ির জন্য জ‌েলা প্রশাসক, ন‌িবাহী প্রক‌ৌশলী বাপাউব‌ো ও উপজ‌েলা ন‌িবাহী অফ‌িসার। এ ব্যাপার‌ে সুনামগঞ্জ-১ আসন‌ের এমপ‌ি ম‌োয়াজ্জ‌েম হ‌োস‌েন রতন বল‌েন, আব‌েদন প‌েয়েছ‌ি  প্রয়‌োজনীয় ব্যবস্তা গ্রহণ করা হব‌ে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: