শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
তাহিরপুরে আইডিয়া এসডিসি সমষ্টি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

তাহিরপুরে আইডিয়া এসডিসি সমষ্টি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

সামিউল কবির, স্টাফ রিপোর্টার: তাহিরপুর উপজেলার আইডিয়া-এসডিসি সমষ্টি প্রকল্পের হল রুমে বুধবার সকাল ১০ ঘটিকায় প্রকল্পের মাঠ সহায়ক সন্দীপ কুমার মিত্রের সঞ্চালনায় বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ও আইডিয়া এসডিসি সমষ্টি প্রকল্পের উদ্যোগে প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে প্রাইভেট সেক্টর, পাইকার, আড়ৎদার ও বিভিন্ন উপকরন বিক্রেতার সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রকল্পের সুবিধাভোগী, এলএসপি, বিভিন্ন ডিলার, স্যানেটারি ব্যবসায়ী, এসসিএগণ ছাড়াও উপস্থিত ছিলেন বালিজুরী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি আমিনুল ইসলাম, সততা সেবাদানকারী সংগঠন তাহিরপুর উপজেলার সভাপতি নুর মোহাম্মাদ, উক্ত সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্যসহ সার্বিক দিক নিয়ে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। এরপর বিভিন্ন উপস্থিত প্রাইভেট সেক্টরের প্রতিনিধিরা তাদের প্রদত্ত সেবা সম্পর্কে আলোচনা করেন এবং এ সেবা সমূহ সমষ্টির উপকারভোগীদের সহজে প্রাপ্যতার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন এবং সমষ্টি প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানান। এছাড়াও বক্তারা সমষ্টি প্রকল্প বর্তমান আলোকে একটি ভিন্নধর্মী প্রকল্প যার দ্বারা নারীবান্ধব বাজার, স্থানীয় সরকারের সাথে সরাসরি যোগাযোগসহ উপকারভোগীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়নের বিষয় তুলে ধরেন। সভার সার্বিকদিক পরিচালনা করেন প্রকল্পের এফএফ সামিউল কবির, বিদেশ রঞ্জন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: