শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

তাহিরপুরে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):

‘নাগরিক চেতনাবোধে উদ্বুদ্ধ তরুণরাই গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভবিষ্যত কারিগর’ শ্লোগানকে সামনে রেখে মানসম্মত শিক্ষার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মধ্যে দিয়েই তরুণদের গণতান্ত্রিক চেতনাবোধ সৃষ্টিসহ আগামী নাগরিক হিসেবে তাদের গড়ে তুলা সম্ভব। আর এ তরুণদের সচেতনতা বৃদ্ধির প্রক্রিয়ার অংশ হিসেবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটি সরকারী কলেজে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সুজন-সুশসনের জন্য নাগরিক তাহিরপুর উপজেলা কমিটি ও হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এ অনুষ্ঠিানের আয়োজন করে। রাজনীতি, গণতন্ত্র ও সংবিধান বিষয়ে ছাত্র ছাত্রীদেরম মধ্যে ৫০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় বিজয়ীরা হলেন শারমিন সুলতানা, মর্জিনা বেগম, ছয়ফুল ইসলাম, নজির হোসেন, মোজাহিদ ইসলাম, নিরব আহমদ, হ্যাপি, হাফসা আল-আনসারিয়া, কবির হোসেন, শাকরিয়া মিয়া।
পরীক্ষা শেষে কলেজের অধ্যক্ষ মো. জোনাব আলীর সভাপতিত্বে ও সুজন সিলেট আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়ূকারী দিলিপ কুমার সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য নুরুল ইসলাম আতাহার, সুজন তাহিরপুর কমিটির সভাপতি সায়েদুল কিবরিয়া, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম সায়িদ, প্রমূখ। শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: