শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
তাহিরপুরে ব্যাটারি চালিত অটোরিক্সা উল্টে পিএসসি পরীক্ষার্থীর প্রাণ গেল সড়কে

তাহিরপুরে ব্যাটারি চালিত অটোরিক্সা উল্টে পিএসসি পরীক্ষার্থীর প্রাণ গেল সড়কে

Amar surma logo

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে পরীক্ষা কেন্দ্রে যাবার পথে ব্যাটারি চালিত অটোরিক্সা উল্টে সড়কে প্রাণ গেলে আবদুর রহিম (১১) নামের এক পিএসসি পরীক্ষার্থীর। রহিম উপজেলার বাদাঘাট (উওর) ইউনিয়নের লামাশ্রম গ্রামের মঞ্জু মিয়ার ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের পিএসসি পরীক্ষার্থী। সোমবার উপজেলার বিন্নাকুলি-লাউড়েরগড় সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহততের পারিবারীক সুত্র জানায়, বাড়ি থেকে সহপাঠিদের সাথে একই ব্যাটারি চালিত অটোরিকসায় চরে লাউড়েরগড় আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পিএসসি পরীক্ষা দিতে যাবার পথে সোমবার সকাল সাড়ে ন’টার দিকে অটোরিক্সাটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে রহিমসহ আরো কয়েকজন পরীক্ষার্থী আহত হন।
পরীক্ষার্থীদের বহনকারী অটো রিকসাটিতে চালক ছিলেন উপজেলার লামাশ্রম গ্রামের বকুল মিয়ার ছেলে সাগর। গুরুতর আহত অবস্থায় রহিমকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত অন্যান্য পরীক্ষার্থীরা জানান, অটোরিকসা চালক মোবাইল ফোনে আলাপরত অবস্থায় অটো চালাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকসার সাথে ধাক্কা লেগে পরীক্ষার্থী বহনকারি অটোরিকসা উল্টে সড়কের পাশে পড়ে গেলে এ দুর্ঘটনাটি ঘটে।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর মঙ্গলবার সন্ধ্যায় বললেন, এ ঘটনাটি থানা পুলিশকে কেউ জানায় নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: