বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
দক্ষিণ সুনামগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

দক্ষিণ সুনামগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যসহ পুলিশের অভিযানে পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৩টায়। ডাকাতদের আটককালে এসআই জগৎজ্যোতি ও এএসআই রিমন খান আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ থানার (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ও গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার রবিবার ভোর ৩টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডাবর পয়েন্ট এলাকায় সঙ্গীয় অফিসার এসআই মাজাহরুল ইসলাম, জগৎজ্যোতি চৌধুরী, এএসআই জিয়াউর রহমান, এএসআই রিমন খান, এএসআই জাকির হোসেন, এএসআই বকুল মিয়াসহ ফোর্সদের সহায়তায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করতে সক্ষম হন। এ সময় ডাকাত দলের সদস্যরা পাইগান দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও ডাকাতদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় ডাকাত দলের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়লে পুলিশ তাদেরকে আকট করতে সক্ষম হয়। আটকৃত ডাকাতরা হলো সিলেট জেলার জালালাবাদ থানার উমাইরগাঁও গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে মানিক মিয়া (৪৫), সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছলিতারবাগ গ্রামের রওয়াব আলীর ছেলে ইদ্রিস মিয়া (৩৫), একই জেলার ছাতক থানার জগন্নাথপুর নোয়াগাঁও গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে কয়েছ আহমদ (২৮), ছাতক থানার জামক গ্রামের মৃত হারিছ আলীর ছেলে আক্তার হোসেন (২৪), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার প্রথমব্রক গ্রামের কুতুব উল্লাহের ছেলে লিয়াকত মিয়া (৪০)। এ সময় থানা পুলিশ ডাকাতদের কাছ হতে একটি পাইপগান, দুইটি রামদা, শাবল, একটি সিএনজি (ফোরস্টোক) ও একটি মোটর সাইকেল উদ্ধার করেন। দক্ষিণ সুনামগঞ্জ থানার (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ডাকাতরা একটি সংঘবদ্ধ দলের সক্রিয় সদস্য। ডাকাতদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: