শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

দিরাইয়ে ওএমএসের ৪০ বস্তা চাল আটক

রফিনগর (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারের এক ডিলার পার্শ্ববর্তী এক ব্যবসায়ির দোকানে ওএমএসের ৪০ বস্তা চাল সরানোকালে স্থানীয় জনতা টের পেয়ে তা আটক করে। ঘটনার পর ডিলার ও ব্যবসায়ি পলাতক রয়েছে। স্থানীয় একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টায় রফিনগর ইউনিয়নের বাংলাবাজারের ওএমএস ডিলার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পুরন্দ সরকার রনি বাজারের ব্যবসায়ি শরিফ উদ্দিনের ঘরে ৪০ বস্তা চাল লুকিয়ে রাখার চেষ্টা করেন। তবে তা দেখে ফেলে বাজারের পাহারাদার মর্তুজ আলী। তিনি পরে বাজারের আরেক ব্যবসায়ি জিল্লুর রহমানকে এ বিষয়টি অবগত করালে তা জানাজানি হয়ে যায়। ঘটনাটি প্রকাশ করার কারণে মর্তুজ আলীকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও জানা গেছে। খবর পেয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডিলারের ঘরটি তালাবদ্ধ পান। যুবলীগ নেতা ডিলার পুরন্দ সরকার রনির মোবাইল বন্ধ আছে জানিয়ে ওসি বলেন, একটি তদন্ত কমিটি গঠন হয়েছে, আগামিকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সেখানে গিয়ে তালা ভেঙে তা দেখা হবে। তবে একটি বিশ্বস্ত সূত্র জানায়, পুলিশ আসার খবর পেয়ে পিলার ও দোকানের মালিক পালিয়ে যায় এবং সেখানে ৪০ বস্তা চাল ছিল। এ দুর্নীতির খবর ছড়িয়ে পড়ার পর বাংলাবাজারের তাৎক্ষণিক একটি মিছিল বের হয়। মিছিলে দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবি করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: