শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

দিরাইয়ে পণ্যের মূল্যবৃদ্ধি করায় ৮ দোকানকে জরিমানা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে হঠাৎ করেই করোনা ভাইরাসের অজুহাতে দিরাইয়ে যেসব অসাধু ও মুনাফাখোর ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। কোনো কারণ ছাড়াই বেশি মূল্যে পণ্য বিক্রি করাসহ বিভিন্ন আইনে দিরাই পৌর শহরের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে দিরাই বাজারের থানারোড ও মধ্যবাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়েল স্টোর ২ হাজার, অমল স্টোর ৫ হাজার, রতি স্টোর ২ হাজার, আনোয়ার বেকারি ৫ হাজার, ভোক্তা অধিকার আইনে রূপসী বাংলা রেস্টুরেন্টকে ৫ হাজার, মুছা ফ্যামেলি কেয়ার ৫ হাজার, রাজ রেস্টুরেন্ট ১ হাজার ও নারায়ণ স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৮টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর সুমঙ্গল রায়, দিরাই পৌরসভার বাজার দর নিয়ন্ত্রণ ও মনিটরিং স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, এএসআই সুমন অধিকারী, উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী স্বপন কান্তি দাসসহ পুলিশের সদস্যবৃন্দ।
মোঃ সফি উল্লাহ বলেন, দেশে সবধরণের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। করোনা ভাইরাসের অজুহাতে এবং রমজানকে সামনে রেখে চাল, ডাল, আটা, ময়দা, পেয়াজ, রসুন, আদা, তৈল, কাঁচা মালসহ পণ্যের দাম বাড়ানোর কোনো কারণ নেই। যারা দাম বাড়াবেন, তাদের বিরুদ্ধে অভিযান চলবে, প্রশাসনের লোকজন সার্বক্ষণিক বাজার তদারকিতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: