শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
দিরাইয়ে পাশের হার জেএসসি ৯৪.৭৯ ও জেডিসিতে ৮৪.৮৭

দিরাইয়ে পাশের হার জেএসসি ৯৪.৭৯ ও জেডিসিতে ৮৪.৮৭

মুহাম্মদ আব্দুল বাছির সরদার: দেশব্যাপি ২০১৬ সালের অনুষ্ঠিতব্য জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার দুপুরে সারাদেশে একযোগে প্রকাশ করা হয়। ফলাফল অনুযায়ি সুনামগঞ্জের দিরাইয়ে জেএসসিতে পাশের হার ৯৪ দশমিক ৭৯ শতাংশ ও জেডিসিতে ৮৪ দশমিক ৮৭ শতাংশ। জেএসসিতে ‘এ’ প্লাস পেয়েছে ৮৮ জন ও জেডিসিতে ২ জন। দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি দাখিল মাদরাসার ফলাফলে মাধ্যমিক বিদ্যালয়ের ২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ৬টি; এগুলো হচ্ছে হাতিয়া উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ফিমেইল একাডেমি, মকসুদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাটিয়াপুর মডেল উচ্চ বিদ্যালয়, কুলঞ্জ মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আলোর দিশারী মাধ্যমিক বিদ্যালয়, দত্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লৌলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় এ প্লাস পেয়েছে ১৯টি, দিরাই উচ্চ বিদ্যালয় এ প্লাস পেয়েছে ১৩টি। এ বছর জেএসসির মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৮৮৩ জন ও জেডিসিতে ৩৪৯ জন। জেএসসিতে ছাত্রী সংখ্যা ছিল ১ হাজার ৬০৪ জন ও ছাত্র ১ হাজার ২৭৯ জন; ছাত্র পাশ করেছে ১ হাজার ১৫২ জন ও ছাত্রী পাশ করেছে ১ হাজার ৪৩৮ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: