শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
দিরাই উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

দিরাই উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

as2মুহাম্মদ আব্দুল বাছির সরদার: “বাল্যবিবাহ দিবনা, বাল্যবিবাহ করবো না”; “বাল্যবিয়ে বন্ধ করি, নারী শিক্ষা জোরদার করি” ও “শিশুকন্যার বিয়ে নয়, বিশ্বে তারা করবে জয়” ইত্যাদি শ্লোগানকে সামনে রেখে দিরাই উপজেলা প্রশাসন কর্তৃক বাল্যবিবাহ মুক্ত দিরাই উপজেলা ঘোষণার লক্ষ্যে আয়োজিত সমাবেশে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘আজকের দিনটি দিরাইবাসির জন্য অত্যন্ত আনন্দের, কারণ আজ ভাটিঅঞ্চল বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত হচ্ছে, আমি আজকের বিশাল অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুয়ের সামনে এ ঘোষণা দিলাম। প্রশাসনের একার পক্ষে এ ঘোষণা বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এজন্য আপনাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। তিনি আরো বলেন, হাওরাঞ্চলে বাল্যবিবাহ বৃদ্ধির কারণ হচ্ছে এ অঞ্চল শিক্ষায় পিছিয়ে থাকা আর অভিভাবকদের অসচেতনতা। বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে হবে কাজি, মসজিদের ইমাম, পুরোহিত ও জনপ্রতিনিধিদের। আপনাদের একান্ত সহযোগিতায়ই এ ঘোষণা বাস্তবায়ন সম্ভব। বাল্যবিবাহের কুফল তুলে ধরে জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহের কারণেই আমাদের দেশে মাতৃমূত্যু, শিশুমৃত্যু ও অপুষ্টিজনিত রোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব মরণব্যাধি থেকে মুক্তি পেতে হলে সবার আগে শিক্ষার হার ও মান বাড়াতে হবে, শিক্ষার মান উন্নয়নে জনপ্রতিনিধিদের বেশি বেশি করে বিদ্যালয় পরিদর্শন করতে হবে এবং ঝরে পড়া শিক্ষার্থীরোধে অভিভাবকদের সচেতন করে তুলতে হবে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরাঞ্চলে শিক্ষার মান উন্নয়নে ও ঝরে পড়া রোধে আবাসিক বিদ্যালয় গড়ে তোলার ঘোষণা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমি হাওরপাড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, হাওরপাড়ের শিক্ষার্থীদের মাঝে অনেক প্রতিভা আছে, উপযুক্ত পরিবেশ পেলে তারা নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে, আজকের সমাবেশে মেয়ে শিক্ষার্থীর উপস্থিতি দেখে মনে হচ্ছে ভাটিঅঞ্চলের মেয়েরা তাদের অধিকার সম্পর্কে অনেকটা সচেতন হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হলেই বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিং প্রতিরোধ সম্ভব।’
শনিবার দুপুর ১২টায় দিরাই পৌরশহরের বিএডিসির মাঠে দিরাই উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা উপলক্ষে আয়োজিত দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকুল চন্দ্র দেব, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজর অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি সুহেল আহমদ, সিরাজোদৌলা। বক্তব্য রাখেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী, রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ান খান, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, জগদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ও বর্তমান চেয়ারম্যান শিবলী আহমদ বেগ। উপস্থিত ছিলেন দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, রাজানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাকেশ রঞ্জন সরকার, এজলাসের উপজেলা সমন্বয়কারী আব্দুস সামাদ নয়ন প্রমুখ। এর আগে একটি র‌্যালি দিরাই বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

as1

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: