শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
দোয়ারাবাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত

দোয়ারাবাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত

Amar surma logo

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
আগামী ১০ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতরা হলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুর রহিমের পক্ষে টেংরাটিলা গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে আব্দুল মতিন মেম্বার, তার সহোদর তাজুল ইসলাম, তহিদুল ইসলাম, আজবপুর গ্রামের আব্দুল মেতোলিবের ছেলে আরিফ আহমেদ, ফায়েজ মিয়ার ছেলে রতন মিয়া। প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী দেওয়ান তানভীর আশরাফ চৌধুরী বাবুর পক্ষের উপজেলার গীরিশনগর গ্রামের মিজানুর রহমান (৭০), তার ছেলে মামুনুর রশিদ, রুপ মিয়ার ছেলে মুছলিম উদ্দিন, আব্দুল মতিন ও আব্দুল কালাম প্রমুখ।
শনিবার সকাল ১১টায় উপজেলার টেংরাবাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোট চাওয়াকে কেন্দ্র আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুর রহিমের সমর্থক সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদের লোকজনের সাথে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী দেওয়ান তানভীর আশরাফ চৌধুরী বাবুর সমর্থক মোঃ আব্দুল করিম মরলের সমর্থদের সাথে স্থানীয় টেংরাবাজারে ভোট চাওয়া নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১৫ জন লোক আহত হন। আহতদেরকে স্থানীয় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ সুশীল রঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেত পারেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: