বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
পরিচ্ছন্ন সমাজ গঠনে সাংবাদিক সমাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন-আলোচনা সভায় আফতাব চৌধুরী

পরিচ্ছন্ন সমাজ গঠনে সাংবাদিক সমাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন-আলোচনা সভায় আফতাব চৌধুরী

আমার সুরমা ডটকমব্রিটেনের জনপ্রিয় অনলাইন লন্ডন টাইমস নিউজ এর উদ্যোগে ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে সাংবাদিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভাটি পরিণত হয় লেখক-কবি, সাংবাদিক-সাহিত্যিক, জনপ্রতিনিধি-সুশীল সমাজ, পেশাজীবি ও সংস্কৃতিকর্মীদের মিলন মেলায়। লন্ডন টাইমস নিউজ-এর বিশেষ প্রতিনিধি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে মঙ্গলবার বিশ্বনাথের শহীদ গুলজারে আলম ক্যাডেট মাদরাসা সেমিনার কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্ন সমাজ গঠনে সাংবাদিক সমাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের লেখনি ও পরিবেশিত সংবাদের মাধ্যমেই দেশ বিদেশের ইতিবাচক খবরের পাশাপাশি নেতিবাচক খবরা খবর পাওয়া যায়। ইতিবাচক খবরে উৎসাহিত হবার পাশাপাশি নেতিবাচক খবর দেখে সেগুলো থেকে উত্তরণের এবং শুধরানোর পথ সহজ হয়। তিনি আরও বলেন, সংবাদপত্রে আমরা যারা কলাম লেখি, সে সব কলামগুলোতে আশার আলো দেখানোর চেষ্ঠা করি। এক্ষেত্রে বিলেতের বৃহত্তম অনলাইন লন্ডন টাইমস নিউজ বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের আশার আলো দেখাচ্ছে।
সংগঠক শফিক আহমদ পিয়ার ও আবুল কাশেমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন লন্ডন টাইমস নিউজ-এর ধর্মীয় বিভাগের সম্পাদক, সিলেট লেখক ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি মাওলানা সিরাজুল ইসলাম সা’দ। বক্তব্যে তিনি বলেন, লন্ডন টাইমস নিউজ অনলাইনের পাশাপাশি প্রিন্ট সংস্করণও শিগগিরই আসছে, কর্তৃপক্ষের এ ঘোষণা শুনে পাঠকরা অধির আগ্রহে অপেক্ষা করছেন। পাশাপাশি অনলাইন রেডিও আসছে চমকপ্রদ সব আইটেম নিয়ে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন, মাসিক মারজান সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল বিটিভির ভাষ্যকার মাওলানা আহমদ আলী হেলালী, মিয়ার বাজার আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল কবি মাওলানা পিয়ার মাহমুদ, লজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বশর মোঃ ফারুক, বিশ্বনাথ কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান গোয়াহরী, মর্নিংস্টার একাডেমীর পরিচালক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, শহীদ গুলজারে আলম ক্যাডেট মাদরাসার চেয়ারম্যান উপাধ্যক্ষ মাওলানা মোঃ আখতার আলী, এম.ডি মোঃ ফয়জুল ইসলাম, প্রভাষক মোনায়েম খান, মাসিক অভিযাত্রিক সম্পাদক কবি রফীকুল ইসলাম মুবীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইনতাজ আলী, লার্নিং পয়েন্টের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মঈন উদ্দিন, আলহাজ লেচু মিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, সংগঠক হাফিজ মোঃ আরব খান, কবি মাওলানা ছাদিক সিরাজী, বাংলাদেশ জুয়েলারী সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সাধারন সম্পাদক তাজ উদ্দিন বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মাওলানা আকমল হোসাইন শাকুর, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আব্বাস হোসেন ইমরান, বড়তলা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাস্টার তৌফিক চৌধুরী, আতিকুর রহমান, পারভেজ আহমদ, সেবুল হোসেন, হেলাল আহমদ হাসান, নাজিম চৌধুরী প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শহীদ গুলজারে আলম ক্যাডেট মাদরাসার ছাত্র উবায়দুর রহমান আল মারজান এবং সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সৈয়দ জুনাইদ আযহারী। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: