শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
পিস টিভির আগে ‘স্টার জলসা’ বন্ধের দাবি ইসলামি দলগুলোর

পিস টিভির আগে ‘স্টার জলসা’ বন্ধের দাবি ইসলামি দলগুলোর

peace-tv-star-jolsa_134649আমার সুরমা ডটকমধর্মভিত্তিক অনুষ্ঠান প্রচারকারী পিস টিভি সম্প্রচার বন্ধের আগে ‘স্টার জলসা’সহ ভারতীয় সকল টিভি চ্যানেল বন্ধের দাবি জানিয়েছে বেশ কয়েকটি ইসলামি দল। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক গণমাধ্যমকে বলেন, পিস টিভি বন্ধের আগে স্টার জলসা, জিটিভিসহ ভারতীয় সকল টিভি চ্যানেল বন্ধ করা উচিত। তিনি বলেন, স্টার জলসা’র মতো ভারতীয় টিভি চ্যানেলগুলোর অবাধ সম্প্রচার নানাভাবে প্রভাব ফেলছে আমাদের সমাজ ব্যবস্থায়। বিশেষ করে এসব চ্যানেলের সিরিয়ালগুলো ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ, উচ্চবিত্তের পরকীয়া, বহুবিবাহ, বউ-শাশুড়ির মধ্যে সম্পর্কের অবনতি, পারিবারিক বিরোধ প্রভৃতি এসব সিরিয়ালের মূল বিষয়বস্তু। যা কঠিন ব্যাধির মতোই মানসিকভাবে আঘাত হানছে নারী দর্শকদের। তিনি বলেন, এসব সিরিয়ালের প্রভাবে আমাদের দেশে ভয়াবহভাবে বাড়ছে পরকীয়া, বহুবিবাহ, মনোমালিন্য, সন্দেহ, ডিভোর্সসহ বিভিন্ন ধরনের নেতিবাচক ঘটনা। তাই পিস টিভির আগে ওই সব চ্যানেল বন্ধ করা উচিত। তারপর পিস টিভির কার্যক্রম সম্পর্কে আরও খোঁজ-খবর নিয়ে সরকারের উচিত সিদ্ধান্ত নেওয়া।
ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, আমি মনে করি পিস টিভির ভূমিকা বিবেচনায় নিতে হবে। পিস টিভি ক্ষতিকর? না কী স্টার জলসা বা অন্য কোন চ্যানেল ক্ষতিকর? এটা বিবেচনায় নিয়ে অত্যন্ত সুচিন্তিতভাবে তা বন্ধের সিদ্ধান্ত নিতে হবে।
বাংলাদেশ মসজিদ মিশন সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী বলেন, সরকার তো সিদ্ধান্ত অনেক গভীরভাবে নিয়ে থাকেন। আমাদের দেশের কওমি-হাক্কানি আলেম-ওলামারা মনে করেন পিস টিভি বিভ্রান্তি ছড়াচ্ছে। পিস টিভি ছাড়াও অন্যান্য বেসরকারি টেলিভিশনে ইসলামিক অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে। তবে স্টার জলসাসহ যেসব চ্যানেলে যুবসমাজকে ধ্বংস করার মতো অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে সেসব চ্যানেলের বিষয়েও সরকারের সিদ্ধান্ত নেয়া উচিত। এটি দেশের জন্য অনেক মঙ্গলজনক হবে। কারণ পুরো সমাজব্যবস্থাকে অস্থির করে তুলছে ভারতীয় চ্যানেলগুলোর কিছু সিরিয়াল। এর ফলে দেশের সমাজব্যবস্থা পড়েছে হুমকির মুখে।
এ প্রসঙ্গে শোলাকিয়া ঈদগা মাঠের ইমাম ও জঙ্গি-সন্ত্রাস বিরোধী ফতোয়া দানকারী মাওলানা ফরিদউদ্দিন মাসুদ একটি গণমাধ্যমকে বলেন, পিস টিভি কখনই দেখি নাই। তাই যথাযথ মন্তব্য করতে পারবো না। তবে এর দ্বারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রভাবিত হয় তবে এটি বন্ধ করে দেয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: