বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
বিএনপির ইশতেহার ঘোষণা করছেন মির্জা ফখরুল

বিএনপির ইশতেহার ঘোষণা করছেন মির্জা ফখরুল

amarsurma.com

আমার সুরমা ডটকম:

একাদশ জাতীয় নির্বাচনে ১৯ দফা ইশতেহার ও ৫ শ্রেণীর জন্য অঙ্গীকার ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার সকালে রাজধানীর লেকশোর হোটেলে এসব ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত ইশতিহারে অঙ্গীকার সমূহ হলো- শিশুদের জন্য জিডিপির ৫% স্বাস্থ্য খাতে বরাদ্দ, শিশুদের ডায়াবেটিস ও বেড়ে ওঠাজনিত সমস্যার সমাধান, পুষ্টি নিরাপত্তা। কিশোর-কিশোরীদের জন্য জিডিপির ৫% শিক্ষাখাতে বরাদ্দ, নিরাপদ সড়ক নিশ্চিত, প্রতি জেলায় ক্রীড়া একাডেমী স্থাপন। তরুণ-তরুণীদের জন্য ইয়ুথ পার্লামেন্ট প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, ইন্টারনেটকে সুলভ করা ও গতি বৃদ্ধি করা, স্বল্প সুদে শিক্ষা ঋণ। যুবক-যুবতিদের জন্য প্রথম ৩ বছরে ২ লাখ সরকারি চাকরি, আগামী ৫ বছরে ১ কোটি নতুন কর্মসংস্থান, ২০ বছর মেয়াদী বিশেষ ঋণ সুবিধা, তথ্য প্রযুক্তি ও কৃষি খাতে বিশেষ প্রণোদনা, নারীর মর্যাদা ও সম্পত্তির ন্যায়সঙ্গত উত্তরাধিকার নিশ্চিত করা। বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু, অসহায় বয়স্কদের ভাতার পরিমাণ বৃদ্ধি করা।

যা আছে বিএনপির ইশতেহারে

ভিশন ২০৩০ লক্ষ্য নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইশতেহারে ১৯ টি প্রতিশ্রুতি দিয়েছে দলটি। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ইশতেহারে যা রয়েছে-

১. বিএনপি গণতন্ত্রকে নিত্যদিনের চর্চার বিষয়ে পরিণত করবে
২.সংবিধানে সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য আনবে
৩. একাধারে পরপর দুই বারের বেশি প্রধানমন্ত্রী না করার বিধান করা হবে
৪.মন্ত্রিসভাসহ প্রধানমন্ত্রীকে সংসদের কাছে দায়বদ্ধ থাকার বিষয়টি নিশ্চিত করা হবে
৫.বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেয়া হবে
৬. সংসদ সদস্যদের স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা হবে
৭.বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে যুক্ত করে সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে।
৮. গণভোট ব্যবস্থা পূনপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া হবে।
৯. বাংলা ভাষাসহ অন্যান্য বিদেশি ভাষা শেখার জন্য অধিকতর সুযোগ সৃষ্টি করা হবে।
১০. স্বল্প সুদে শিক্ষা ঋণ চালু করা হবে।
১১. বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণে মেধাবীদের সাহায্য প্রদানে তহবিল গঠন করা হবে।
১২. ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেয়া হবে।
১৩. মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। তাদের কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় অন্তর্ভূক্ত করা হবে।
১৪. মসজিদের খতিবদের জন্য সম্মানজনক সম্মানী ভাতা চালু করা হবে।
১৫. প্রশ্নফাঁস বন্ধে আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ
১৬. শিক্ষার্থীদের ওপর থেকে সকল ভ্যাট বাতিল। ভ্যাট বিরোধী, কোটা সংস্কার আন্দোলনে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের সকল মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণ দেয়া হবে।
১৭. গরীব ছাত্র-ছাত্রীদের জন্য আসন সংরক্ষণ করা হবে।
১৮. পিএসসি ও জেএসসি পরীক্ষা ব্যবস্থা বিলোপ করা হবে।
১৯. প্রথম তিন বছরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে দুই লাখ মানুষকে চাকরি দেয়া হবে।
২০. তরুণ দম্পতি ও উদ্যোক্তাদের জন্য ২০ বছর মেয়াদী ঋণ চালু করা হবে।
২১. আগামী ৫ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে।
২২. শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: