শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
বিকল্পধারা থেকে বহিষ্কার বি. চৌধুরী-মান্নান-মাহী

বিকল্পধারা থেকে বহিষ্কার বি. চৌধুরী-মান্নান-মাহী

আমার সুরমা ডটকম:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলটির সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী), মহাসচিব মেজর (অব.) এম এ মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকে বহিষ্কার করেছে বিকল্পধারা বাংলাদেশ। দলের তিন শীর্ষ নেতাকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন করেছে বিকল্পধারা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারীকে প্রেসিডেন্ট, শাহ আহম্মেদ বাদলকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে প্রেসক্লাবের বাইরে দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম বেপারী নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। একই সঙ্গে অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদল নিজেকে মহাসচিব ঘোষণা করেন।

নুরুল আমিন বেপারী বিকল্পধারার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং শাহ আহম্মেদ বাদল সহসভাপতি ছিলেন। সংবাদ সম্মেলনে নতুন কমিটি নিজেদের মূল স্রোতের অংশ দাবি করে।

এ ব্যাপারে শাহ আহম্মেদ বাদল বলেন, ‘বিকল্পধারার তিনজন বাদে সবাই আমাদের সঙ্গে আছেন। আমরা নতুন কমিটির প্রেসিডেন্ট ও মহাসচিবের নাম আজ ঘোষণা করলাম। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে।’

সাংবাদিকদের মাধ্যমে এই ঘোষণা দেশ ও জাতিকে জানানোর জন্য প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন জানিয়ে বাদল আরও বলেন, ‘কিন্তু দুঃখজনক হলো আমাদের বৈধ অনুমতি থাকলেও হঠাৎ করে কারও কালো ইশারায় আমাদের সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’

তিনি আরও বলেন, ‘আজকে কিছু মানুষ রাতের অন্ধকারে সরকারের সঙ্গে আঁতাত করে মানুষকে বিপদে ঠেলে দিতে চায়। সে অবস্থায় বিকল্পধারার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আজ সকালে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, এম এ মান্নান ও মাহী বি. চৌধুরীকে অব্যাহতি দিয়ে আমি মহাসচিব শাহ আহম্মেদ বাদল ও নুরুল আলম বেপারীকে প্রেসিডেন্ট ঘোষণা করছি।’

দেশে অবাধ নির্বাচন জনগণের দাবি মন্তব্য করে বাদল বলেন, ‘এই দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। আমরা বিকল্পধারার সকল নেতাকর্মী সিদ্ধান্ত নিয়েছি ঐক্যফ্রন্টের নেতৃত্বে আন্দোলনে অংশ নেব। এ ঘোষণার মাধ্যমে আমরা দাবি করছি, আপনাদের সামনে উপস্থিত আমরাই বিকল্পধারার মূল স্রোত। এর বাইরে অবস্থানকারীরা জনআকাঙ্ক্ষার বিরোধী শক্তি।’

অন্তর্বর্তীকালীন এ সময়ে ঘোষিত অস্থায়ী কমিটি জাতীয় ঐক্যফ্রন্টে যেকোনো কর্মসূচিতে বিকল্পধারার একমাত্র বৈধ নেতৃত্ব বলে বিবেচিত হবে মন্তব্য করে বাদল বলেন, জাতির সংকট মোকাবেলা করার জন্য এ অস্থায়ী কমিটির ঘোষণা করা হলো। যতদ্রুত সম্ভব দলীয় গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠকে যাওয়ায় বিকল্প ধারার দুই নেতাকে বহিষ্কার করা হয় কয়েকদিন আগে। আজ দলের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর জে. (অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীকে পাল্টা বহিষ্কার করা হলো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: