বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

বিশ্বম্ভরপুরে মাদক বিরোধী সমাবেশ

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দেশের বর্তমান সমাজ ব্যবস্থায় তরুন, যুবসহ সর্বশ্রেণিপেশার মানুষের মাঝে মাদক ব্যবহারে নানান অপরাধ ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় বিশ্বম্ভরপুরে মাদকের অপকারিতা, কুফল বর্ণনাসহ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে সুস্থ্য ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজের হলরুমে “এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” স্লোগানে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। ডিবিডি কলেজের সহকারী অধ্যক্ষ প্রমোথ রঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বাবু বিমলাংসু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকির হোসেন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, উপজেলা পিআইও আব্দুল মোমিন, প্রভাষক মশিউর রহমান, প্রভাষক নুরুল আমিনসহ প্রশাসনিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীদের সোনালী ভবিষ্যতের আহবানে শিক্ষিত সমাজ গঠনে মাদক একটি অভিষাপ তাই এ অভিষাপকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে দিতে ছাত্র-ছাত্রীরা কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করে। সারাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীন এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: