মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
বীর মুক্তিযোদ্ধা সুনাহর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা সুনাহর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সামিউল কবির, স্টাফ রিপোর্টার (দক্ষিণ সুনামগঞ্জ) সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দরগাহপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সুনাহর আলী ইন্তেকাল করেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় তার নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহী …….রাজিউন। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরু উদ্দীন। পারিবারিক সুত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সুনাহর আলী হৃদরোগে আকান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন ছেলে ও দুই মেয়ে অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে যান। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। শনিবার বিকাল ২ ঘটিকায় তার গ্রামের বাড়ীর পশ্চিমের মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। তার জানাযার নামাযে সকল শ্রেনী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। নামাযে জানাযার শেষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রশাসনের উদ্দোগে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম-এর নেতৃত্বে গার্ড অব অনার দিয়ে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় উপস্হিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কাসম আলী, আওয়ামী লীগের প্রবীন নেতা জমির মিয়া, সালিশ ব্যাক্তিত্ব তারা মিয়া, মাওলানা সিরাজুল ইসলাম, প্রেন্সিপাল মাও: শায়খুল ইসলাম, হুসেন, সাইদুর রহমান, আবুল কালাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুর উদ্দিন, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, আরব আলী ও মাষ্টার নুরুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: