শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
ভিশন 3G বাস্থবায়নের লক্ষ্যে জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আলোচনা সভা

ভিশন 3G বাস্থবায়নের লক্ষ্যে জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আলোচনা সভা

ওলিউল আহাদ মাহফুর, জগন্নাথপুর পৌরসভা সংবাদদাতা: ২৫ মে বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসের বিজ্ঞান ভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ২০৩০ ভিশন 3G বাস্থবায়নের লক্ষ্যে জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের বর্তমান কান্ডারী ছাত্রনেতা জাবির আহমদ চৌধুরীর সভাপতিত্ত্বে ও ছাত্রনেতা কাশেম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা বাচ্চু আহমদ, ছাত্রনেতা দুলু মিয়া, মুন্না আহমদ, আলী হোসেন, মিনহাজ, রেদুয়ান হাদি, আলী, শরিফ, হুসাইন আকমল, অয়ন, টিপু, ছুবা, মুজাহিদ, শাকির, ইমরান, মিছলু, আব্দুর রহমান, নাদিম, ফরহাদ, রায়হান, নিয়ামুল প্রমুখ। সভাপতির বক্তব্যে জাবির আহমদ 3G-এর বিশ্লেষন করে বলেন, এই 3G ইন্টারনেট বা গ্রামীণফোন-এর 3G নয়, এই 3G এর অর্থ হচ্ছে ৩টি G অর্থ্যাৎ ১ম G হচ্ছে GOOD POLICY. ২য় G হচ্ছে GOOD GOVERNANCE. ৩য় G হচ্ছে GOOD GOVERNMENT. প্রকৃতপক্ষে এর বাংলা অর্থ হচ্ছে সু-নীতি, সুশাসন এবং সুসরকার। আর এই তিন মিলিয়ে বেগম জিয়া 3G ঘোষনা দিয়ে যা না বুঝে অনকেই সমালোচনা করেছেন। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষনা দিয়েছেন আগামী সরকার হবে Third Generation Government তৃতীয় প্রজন্ম বান্দ্বব সরকার যেখানে তরুনদের অধিকার ও প্রাধান্য দেওয়া হবে। তিনি তার বক্তব্য সবাইকে একত্রিত হয়ে ২০৩০ ভিশন 3G বাস্থবায়ন ও বেগম জিয়ার প্রতিটা নির্দেশ মানতে রাজপতে অবস্থান করার আহবান জানান। ছাত্রনেতা কাশেম আহমদ তার ব্যক্তব্যে বলেন, ভিশন 3G বাস্থবায়নে আমরা ঐক্যবদ্ধ। আলোচনা সভায় তৃনমূল নেতৃবৃন্দ একতা পোষন করে বলেন আমরা এগিয়ে যেতে হলে আমাদের কলেজ ছাত্রদলের কমিটি প্রয়োজন যা বিগত পনের বছরেও হয়নি তাই আমরা আশা রাখব নেতৃবৃন্দের কাছে অতিদ্রুত বর্তমান দু:সময়ের কান্ডারী জাবির আহমদ চৌধুরী ও কাশেম ভাইয়ের নেতৃত্বে একটি শক্তিশালী কমিটি দেওয়া হউক, ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 3G বাস্থবায়নে আমরা একতাবদ্ধভাবে কাজ করে যাব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: