বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
মার্কিন-তালেবান শান্তি চুক্তি ভঙ্গের আশঙ্কা: নতুন করে হামলা

মার্কিন-তালেবান শান্তি চুক্তি ভঙ্গের আশঙ্কা: নতুন করে হামলা

আমার সুরমা ডটকম ডেস্ক:

সরকারি বাহিনীর উপর তালিবানের সাম্প্রতিক হামলাগুলো ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা বিমান হামলার ঘটনায় আফগানিস্তানে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এর ফলে দুই পক্ষের মধ্যে মাত্র ৪ দিন আগে সাক্ষরিত শান্তি চুক্তির বিষয়ে আশঙ্কার সৃস্টি হয়েছে।

গত শনিবার দোহায় চুক্তি স্বাক্ষর হওয়ার পর থেকে তালিবানরা আফগান বাহিনীর বিরুদ্ধে সহিংসতা বাড়িয়ে দেয়। তারা একটি আংশিক যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে এবং এর ফলে আগামী ১০ মার্চ থেকে শুরু হতে যাওয়া গানি সরকার ও তালিবানদের মধ্যেকার শান্তি আলোচনা অনিশ্চয়তায় পর্যবসিত হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নসরত রহিমি গত বুধবার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টার মধ্যে ১৫ টি প্রদেশে তালেবানরা ৩০টি হামলা চালিয়েছে। এসব হামলায় ৪ জন বেসামরিক ও ১১ জন আফগান সেনা মারা গেছেন, পাশাপাশি ১ জন তালেবান সদস্যও নিহত হয়েছেন।

এ বিষয়ে এক টুইট বার্তায় শান্তি চুক্তিতে মধ্যস্থতাকারী বিশেষ মার্কিন দূত খলিলজাদ বলেন, আমেরিকা বন্দীদের বিনিময় সহজীকরণে প্রতিশ্রæতিবদ্ধ ছিল। সেইসাথে, মার্কিন-তালেবান চুক্তি এবং মার্কিন-আফগানিস্তান যৌথ ঘোষণাপত্র বিষয়ে একমত হয়েছিল। তিনি বলেন, ‘আমরা উল্লেখযোগ্য সংখ্যক বন্দী বিনিময়ে উভয় পক্ষকে সমর্থন করব।’ তিনি আরও বলেন, ‘আন্তঃ আফগান আলোচনার দিকে আমাদের অগ্রগতিকে ধীর করে দেয়ার পথে আমাদের সার্বিকভাবে কাজ করতে হবে। আমি আবারও সকল আফগানকে এই উপলক্ষে জেগে ওঠার, দেশকে সবার প্রথমে রাখার এবং এই ঐতিহাসিক সুযোগটি না হারানোর আহŸান জানাচ্ছি।’

খলিলজাদ জানিয়েছেন, তালেবান প্রধানের সাথে তার আলোচনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি ’গঠনমূলক ফোন কল’ করার পরে হয়েছিল। তিনি বলেন, ‘আমরা সকলেই একমত হয়েছিলাম যে মার্কিন-তালিবান চুক্তির উদ্দেশ্য আফগানিস্তানের একটি বিস্তৃত শান্তির পথ প্রশস্ত করা।’ পরবর্তী টুইট বার্তায় তিনি বলেন, ‘ক্রমবর্ধমান সহিংসতা শান্তি চুক্তির জন্য হুমকি এবং তাৎক্ষণিকভাবে তা হ্রাস করতে হবে। সহিংসতা হ্রাস করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার পাশাপাশি আমরা বন্দী বিনিময় সম্পর্কেও কথা বলেছিলাম।’ আফগানিস্তানে নতুন তালেবান হামলার বিষয়ে পেন্টাগনের শান্তি চুক্তির পর বুধবার খলিলজাদের এই মন্তব্য আসে।

এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর যুগ্ম চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেন, ‘গত ২৪ থেকে ৪৮ ঘন্টা ধরে বিভিন্ন ধরণের আক্রমণ হয়। এবং তাদের সবাইকে পিটিয়ে মেরে ফেলা হয়।’ তিনি সিনেট সশস্ত্র পরিষেবা কমিটিকে বলেন, ‘চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা চতুর্থ দিন অতিবাহিত করছিলাম, চেকপয়েন্টেগুলি বাদে, কিছু বিক্ষিপÍ, ছোট, নিম্ন স্তরের আক্রমণ হয়েছে।’ তবে মিলি দাবি করেন, ‘তালিবানরা সব শর্ত পূরণ করা হবে বলে চুক্তিতে সাক্ষর করেছে এবং সর্বশেষ সহিংসতা সত্তে¡ও সেটির ব্যত্যয় ঘটেনি। তিনি বলেন, ‘তাৎপর্যপূর্ণ ৩৪টি প্রাদেশিক রাজধানীগুলিতে কোনও আক্রমণ করা হয়নি। কাবুলেও কোনও আক্রমণ হয়নি।’

সূত্র: ডন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: