শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
রেজওয়ানের সর্বোচ্চ ডিগ্রী অর্জন শুধু সৈয়দপুর নয়, সিলেট বিভাগে সুনাম বয়ে এনেছে

রেজওয়ানের সর্বোচ্চ ডিগ্রী অর্জন শুধু সৈয়দপুর নয়, সিলেট বিভাগে সুনাম বয়ে এনেছে

সংবর্ধনা অনুষ্ঠনে সৈয়দ জগলুল পাশা

আমার সুরমা ডটকম:

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোনা এলাকার বাসিন্দা জগন্নাথপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষবিদ ড. সৈয়দ রেজওয়ান আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি, শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে মাদরাসা হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব সৈয়দপুরের কৃতি সন্তান সৈয়দ জগলুল পাশা বলেছেন সৈয়দ রেজওয়ান আহমদ দেশের সর্বোচ্চ ডিগ্রী অর্জন করে শুধু সৈয়দপুরের সুনাম বয়ে আনেনি সে জগন্নাথপুর, সুনামগঞ্জ সহ সিলেট বিভাগে সুনাম বয়ে এনেছে। সৈয়দ রেজওয়ান আহমদ যোগদানের পর থেকে এ জরাজীর্ণ বিদ্যাপীঠ সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া মাদ্রাসাকে সুনামধন্য বিদ্যাপীঠে স্থান করে নিয়েছে।
সৈয়দ রেজওয়আন আহমদ সৈয়দপুর গ্রামের জন্য একটি মাইলফলক উল্লেখ করে বলেন তার হাত ধরে আরো অনেক এগিয়ে যাওয়ার আহবান জানান। তিনি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যারা মেধাবী টাকা পয়সার অভাবে লেখা পড়া করতে পারছেনা তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে মাদরাসার একাডেমিক উন্নয়ন সহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিরষদের চেয়ারম্যানি আতাউর রহমান, সিলেট ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ, জগন্নাথপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আতাউর রহমান কামালী।
সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ মনোয়ার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ক্রীড়া ব্যক্ত্ত্বি সৈয়দ ছাব্বির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী গীতিকার সৈয়দ দুলাল আহমদ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী মো: তারিক আহমদ, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাদরাসা গভর্নিং বডির সদস্য সৈয়দ হুসবান নূর, মাদরাসা গভর্নিং বডির সদস্য সাবেক ইউপি সদস্য মাওলানা মুনসিফ আলী, মাদরাসার সাবেক ছাত্র যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জালাল আবদিন, তরুন সমাজসেবী সৈয়দ মুছাব্বির আহমদ, সৈয়দপুর টাইটেল মাদ্রাসার শিক্ষক মুফতী সৈয়দ মাওলানা শামীম আহমদ, সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদরাসার বাংলা প্রভাষক এডি এম ফখর উদ্দিন আহমদ। মাদরাসার সাবেক শিক্ষার্থী আবিদ মল্লিকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা নিজাম উদ্দিন।
অনুভূতি পেশ করেন ড. সৈয়দ রজওয়ান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার সাবেক শিক্ষার্থী মো: রাসেল আহমদ, সৈয়দ ছাইদুল হক, সৈয়দ তানভীর জুবের, শেখ জাবের, নাঈম আহমদ, সৈয়দ নাহিদ আহমদ, জাকির হোসেন, মাহবুবুর রহমান, আবু তাহের, মাদরাসার আালিম ২য় বর্ষের ছাত্র শামছুন্নূর মিয়া, প্রথম বর্ষের ছাত্র হাফেজ আলী আহমদ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র মো: রুহুল আমীন।

সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন সৈয়দপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী সৈয়দ মদচ্ছির আলী, যুক্তরাজ্য প্রবাসী জহুরুল ইসলাম, নুরুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ ছালেহ আহমদ ছোট মিয়া, মুরব্বী নুরুল ইসলাম, সৈয়দ গেদু মিয়া, হাফিজ মো: কবির আহমদ, মুফতি সৈয়দ নোমান আহমদ, মাওলানা আশরাফ আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিলু মিয়া, রফিকুল ইসলাম বাচ্ছু, খয়রুল ইসলাম, মুফতি সৈয়দ মাওলানা শামীম আহমদ, ডা: সৈয়দ তৈফুর রহমান, সৈয়দ মর্তুজ আলী, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক সভায় সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: