রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

শীতের তীব্রতা আরো বেড়েছে দিরাইয়ে

amarsurma.com
শীতের তীব্রতা আরো রেড়েছে দিরাইয়ে

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে শীতের তীব্রতা বেড়েই চলেছে। গতকাল বৃহস্পতিবার পুরো দিনই ছিল কুয়াশায় ঢাকা। তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতার পাশাপাশি বৃষ্টির মতো পানি, দমকা বাতাসের কারণে মানুষজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি। এমনকি গৃহপালিত গবাদি পশুগলোকে ঘরে রেখে ঘাস খাওয়ানো হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে কিছু কিছু জায়গায় গবাদিপশুকে হাওরে ঘাস খেতে দেখা যায়।
শীত ও ঠাণ্ডায় নাান রোগ ব্যাধি দেখা দিচ্ছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা এ সময়ে খুবই কষ্টে থাকেন। এই সময়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া ও পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র গায়ে ব্যবহার করা পরামর্শ দিচ্ছেন।
গতকাল সারাদিন উপজেলার কোথাও সূর্যের দেখা মেলেনি। তীব্র ঠাণ্ডার সাথে দমকা বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এই ঠাণ্ডায় সবচেয়ে খারাপ পরিস্থিতে রয়েছেন দিনমজুন শ্রেণির লোকজন। তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না। ফলে তাদের পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে দিন পার করছেন কয়েকদিন ধরে। তারা এই মুহূর্তে সরকারের সহযোগিতাও কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: