শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

সুনামগঞ্জে ঐক্যফ্রন্ট প্রার্থীদের ফলাফল প্রত্যাখান

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের ৫টি আসনের ঐক্যফ্রন্টের প্রার্থীরা কারচুপি, ভোটচুরি, কেন্দ্র দখলসহ নানা অভিযোগ এনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছেন। সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের কাজিরপয়েন্টের সুনামগঞ্জ-৪ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলুল হক আছপিয়ার বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে ফলালফ বর্জন করে পুন:নির্বাচন দাবি করেন তারা।
সুনামগঞ্জ-১ আসনের- নজির হোসেন, সুনামগঞ্জ-২ আসেনের নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনের ফজলুল হক আছপিয়া, সুনামগঞ্জ-৫ আসনের মিজানুর রহমান মিজান সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, সোমবার সুনামগঞ্জের ৫টি আসনেই মহাজোটের প্রার্থীরা পুলিশের সহায়তায় প্রতিটি দখল নেয় সকাল ১০টার আগেই। প্রায় প্রতিটি কেন্দ্র থেকেই ঐক্যফ্রন্টের প্রার্থীর এজেন্টদের জোর করে বের করে দেয়া হয়। এছাড়া ভোট গ্রহণের আগেই ভোট বাক্সে ব্যালট পেপার রেখে দেয়া হয়। ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রেই ধানের শীষের প্রার্থীকে পরাজিত দেখানো হয়। তারা ভোটের ফলাফল প্রত্যাখান করে, পুন:নির্বাচন, গ্রেফতারকৃ নেতাকর্মীদের মুক্তি দাবি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি মল্লিক মঈন উদ্দিন সুহেল, ফারুক আহমদ, নাদীর আহমদ, রেজাউল হক, আনসার উদ্দিন, আকবর আলী, আবুল কালাম আজাদ, যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা তৈয়িবুর রহমান চৌধুরীসহ বিএনপি ও জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: