শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের ১৫ প্রার্থী

সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের ১৫ প্রার্থী

Amar surma logo

সুনামগঞ্জ প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে ১৫ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে সুনামগঞ্জ-১ আসনেই এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সবচেয়ে বেশী ফরম জমা দিয়েছেন। এ আসনে শাসক দল আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
প্রাকৃতিক সম্পদের ভা-ারখ্যাত জলমহাল, নৌ-পথ, হাটবাজার, বিভিন্ন ঘাট, কয়লা-চুনাপাথর আমদানির তিনটি শুল্ক স্টেশন ও বালু পাথর খনি সমৃদ্ধ এ আসনটিতে বিগত দু’মেয়াদে মোয়াজ্জেম হোসেন রতন এমপি নির্বাচিত হওয়ার পর থেকে গ্রুপিং-কোন্দল পিছু ছাড়েনি।
জেলার বুহুল আলোচিত এ আসনটিতে বর্তমান এমপি রতনকে মনোনয়ন না দিতে এবং দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে গেলে কয়েকবছর মাঠে ও কেন্দ্রে সরব ছিলেন দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী এবং আওয়ামী লীগের তৃণমুলে থাকা বড় অংশের নেতাকর্মীরা।
সর্বশেষ এ আসনে কে নৌকার মাঝি হচ্ছেন? প্রার্থী পরিবর্তন না কী বর্তমান এমপি রতনই দলীয় মনোনয়ন বাগিয়ে নেন এ সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নির্বাচনী এলাকার আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারগণ। সোমবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন ছিল।
ওই দিন মনোনয়ন জামা দেন বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক সোহেল, কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, যুগ্ম-সম্পাদক হায়দার চৌধুরী লিটন, প্রয়াত সংসদ সদস্য আবদুস জহুরের ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, সাবেক যুগ্মসচিব বিনয়ভূষণ তালুকদার ভানু, প্রয়াত সংসদ সদস্য আবদুল হেকিম চৌধুরীর ছেলে আওয়ামী লীগ নেতা রফিকুল হাসান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম, প্রবাসী আওয়ামী লীগ নেতা শক্তিপদ রায়, সুনামগঞ্জ চেম্বার্স অব কমার্সের সভাপতি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, আওয়ামী আইনজীবী পরিষদ নেতা ব্যারিস্টার মো. কাওছার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: