শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
হোম এন্ড অ্যাওয়ে ফর্মুলায় বিপিএল ক্রিকেট ও আমাদের দায়বদ্ধতা!

হোম এন্ড অ্যাওয়ে ফর্মুলায় বিপিএল ক্রিকেট ও আমাদের দায়বদ্ধতা!

সামিউল কবির: দেখতে দেখতে বিপিএল সিজন ৫ এর অর্ধেক ম্যাচ শেষ! ২ দিন বিরতির পর বিপিএল আবার শুরু হচ্ছে বন্দরনগরী চট্রগ্রামে, এখন দেখা যাচ্ছে সেখানেও গ্যালারিতে উপছে পড়বেন দর্শকরা! ড্যাশিং ওপেনারর তামিম একটি টিভি চ্যানেলকে সাক্ষাতকারে বলেন যেদিন বিপিএল টা হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে তখন দর্শকও বেশি হবে আর বিপিএলের মান অনেক স্ট্যান্ডার্ট হয়ে যাবে। এবার আসা যাক নতুন ভেন্যু হিসেবে সিলেট যুক্ত হলো পরের বার রংপুর রাইডার্স এর জন্য তাদের হোম ভেন্যু বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম নেওয়া যেতে পারে কারন ইহা একটি আন্তজার্তিক স্টেডিয়াম, ইতিমধ্যে এই মাঠে ১ টি-টুয়েন্টি, ১ ওয়ানডে খেলা হয়ে গেছে! রাজশাহী কিংসের জন্য রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম নেওয়া যেতে পারে, ইহাও একটি আন্তজার্তিক মানের স্টেডিয়াম যদিও কিছু সংস্কার কাজের প্রয়োজন হতে পারে! খুলনার টাইটান্সের জন্য পরীক্ষিত খুলনা স্টেডিয়ামতো আছেই,বাকি থাকলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর তাদের জন্য নারায়নগঞ্জ ফতুল্লা স্টেডিয়াম হোম ভেন্যু হিসেবে রাখা যেতে পারে! শুনেছি কুমিল্লা একটা আন্তজার্তিক মানের স্টেডিয়ামের কাজ চলছে বরং সেখানে আমরা ক্রিকেট টা নিয়ে যেতে পারি! বিসিবি বেকাদায় পড়বে যদি বরিশাল বুলস পরের বার বিপিএল এ অংশগ্রহন করে তাই এখনেই বিসিবিকে উদ্দ্যোগ গ্রহন করতে হবে বরিশালে যে স্টেডিয়াম টিতে জাতীয় লীগের ম্যাচ হয় সেই স্টেডিয়াম কে আন্তজার্তিক মানের হিসেবে গড়ে তুলা! হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে হলে হোটেল সমস্যা কোন সমস্যা নয় কারন আপনি তো একসাথে ৭/৮ টি দলকে একটি শহরে নিয়ে যাচ্ছেন না? যেভাবে সিলেট শহরে একসাথে ৭ টি দল আসলো সেটা হোম এন্ড অ্যাওয়ে ভিত্তির criteria তে পড়েনা। হোম এন্ড অ্যাওয়ে টা তাহলে আগে জেনে নেই.. যেমন ফাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে ১টি দল তার হোম গ্রাউন্ডে ৫০% ম্যাচ খেলবে আর ৫০% ম্যাচ অ্যাওয়ে গ্রাউন্ডে অর্থাৎ অন্য মাঠে গিয়ে! যেভাবে আইপিএলের আদলে হয়। বিসিবি আর কতদিন? আর্থ-সামজিক আর সীমাবদ্ধতার কথা বলে এই ফর্মুলা থেকে দুরে থাকবে? খুব কি কঠিন ইহা? অবশ্যই না, বিসিবি একটু আন্তরিক হলেই সম্ভব, তখন বিপিএল একটা মানও পেতো বিসিবি আর্থিকভাবে অনেক লাভবান হতো! অাশায় রইলাম হোম এন্ড অ্যাওয়ে ফর্মুলায় অন্তত ৫ টি ভেন্যু তে আগামী বিপিএল টা হোক।লেখক-সাংবাদিক

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: