মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন
মোজাম্মেল হোসেন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের হাওরাঞ্চল ধর্মপাশা উপজেলার শতবর্ষী নারী লাতিবের নেছা। নিজেকে ১২০ বছর বয়সী সুস্থ নারী হিসাবে দাবি করেছেন সেলবরষ মাটিকাটা গ্রামের লাতিবের নেছা। তিনি বলেন, আমার সময় বয়সী ছিলেন ছয় আহমেদ ভুঁইয়া পাকিস্তানী আমলে মেম্বার তিনি মারা গেছেন। এছাড়া বর্তমানে ধর্মপাশা উপজেলায় তার মত এত বেশী বয়সের নারী সম্ভবত আর নেই বলে দাবি করেন। তার এই দাবীর সঙ্গে সমর্থন জানিয়েছেন সুরজ আলী ১১৫ বছর বয়সী বৃদ্ধ, নায়েব আলী (৭০), ইদ্রিস আলীসহ (৮৫) আরো অনেকেই। তারা বলেন, আমরা লাতিবের নেছাকে আগে যেমন দেখেছি এখন ঠিক তেমনি দেখছি। তিনি এখান কার সবচেয়ে বেশি বয়সী নারী হতে পারেন এমন ধারণা তাদের। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত মাফিজ উদ্দিন তালুকদারের স্ত্রী। নাতি শরীফুল ইসলাম শরিফ বলেন, দাদী বলতেন বৃটিশ আমলে আমার বিয়ে হয়েছিল পাকিস্তান আমলে আমার ছোট ছেলের জন্মগ্রহণ করে। আমার ছয় ছেলে এবং তিন মেয়ে আছে, এরমধ্যে বড় ছেলে এবং বড় মেয়ে মারা গেছে বলে তিনি হাউ মাউ করে কেঁদে উঠেন। লাতিবের নেছা জানান, এখনো তিনি ঠিকমত চলাফেরা করছেন। পাঁয়ে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন। চশমা ছাড়া খালি চোখে সব কিছু দেখেন ও কানে শুনতে পান। দাঁত দিয়ে হাড় মাংস চিবিয়ে খেতে পারেন এবং সর্বক্ষণ পান সুপারি প্রয়োজন পড়ে সব সময়। তিনি বুধবার দুপুরে নিজ গৃহে বার্ধক্য জনিত কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিলাহির ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযার নামাজ আগামিকাল (শুক্রবার) ১০টায় সেলবরষ চক্করের মাঠে অনুষ্ঠিত হবে।