মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের: আটক ১ দিরাইয়ে মাওলানা মুশতাক গাজীনগরীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নিখোঁজের ৩ দিন পর জমিয়ত নেতা মুশতাক গাজিনগরীর লাশ উদ্ধার ইউ.কে জমিয়ত সাউথ ওয়েস্ট ইংল্যান্ড শাখা গঠিত: অলিউর রহমান সভাপতি, আবদুর রহীম সেক্রেটারি দিরাইয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বুরসায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্স-এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ে বজ্রপাত নিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সৈয়দ সালমান গিলানীর সাথে জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের নাত ও নাশীদ সন্ধ্যা দিরাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

হালির হাওরের বাঁধের কাজে বাঁধা দিলেন ইজারাদার প্রভাকর রায়

ভ্রাম্যমাণ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে বাঁধা প্রদান করেন প্রভাবশালী মৎস্যজীবি প্রভাকর রায়। জামালগঞ্জের হালির হাওরের বোরো ফসলরক্ষায় অধিক ঝুঁকিপূর্ণ কালিবাড়ি ক্লোজার (ভাঙা) এর বাঁধ রক্ষায় বিশাল গর্ত ভরাট করতে পার্শ¦বর্তী জলমহালের ইজারাদার কর্তৃক বাধা প্রদানের অভিযোগ উঠেছে।
শুধু গর্ত ভরাট করতে বাধাই নয় হালির হাওরের পাউবোর দায়িত্বপ্রাপ্ত উপ সহকারি প্রকৌশলী নিহার রঞ্জন দাসকে সোমবার সন্ধ্যায় দুইটি মোবাইল ফোন থেকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এই ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে জামালগঞ্জ থানায় একটি জিডি করেছেন নিহার রঞ্জন দাস। (জিডি নং-৩০৮, তারিখ-১২.০৩.২০১৮ ইং)।
জলমহালের ইজারাদার হরিপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি প্রভাকর রায়ের বিরুদ্ধে রাতেই থানায় জিডি করা হয়েছে। প্রভাকর রায় হরিপুর গ্রামের নিকুঞ্জ বিহারী রায়ের ছেলে।
থানায় জিডি করার সত্যতা স্বীকার করে জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম বলেন,‘ পাউবোর উপ সহকারি প্রকৌশলী জলমহালের ইজারাদারের বিরুদ্ধে একটি জিডি করেছেন। তবে আমরা ইজারাদারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন ক্লোজারের কাছে গর্তে মাটি ভরাট করতে তিনি বাধা দিবেন না। তিনি কোন হুমকিও দেন নি।’
হালির হাওরের পাউবোর দায়িত্বপ্রাপ্ত উপ সহকারি প্রকৌশলী নিহার রঞ্জন দাস বলেন, ‘হাওরে আসলে দেখে নেয়া হবে বলে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মোবাইল ফোনে আমাকে হুমকি দিয়েছেন প্রভাকর রায়। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকে অবগতি করেছি এবং জামালগঞ্জ থানায় একটি জিডি করেছি।’
এ ব্যাপারে অভিযুক্ত জলমহালের ইজারাদার হরিপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি প্রভাকর রায়ের সাথে কথা বলতে চাইলে পাউবোর উপ সহকারি প্রকৌশলীকে হুমকি দেয়ার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়।
উলে¬খ্য, কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং জেলা কমিটির সভায় সিদ্ধান্ত হয় হালির হাওরের বোরো ফসলরক্ষায় ঝুঁকিপূর্ণ কালিবাড়ি ক্লোজার (ভাঙা) এর বাঁধ রক্ষায় হাওরের দিকের বিশাল গর্ত ভরাট করার। সভার সিদ্ধান্ত ছিল পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার দিয়ে এই গর্তটি ভরার করার। জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গর্তটি ভরাট কাজ শুরু করছে জামালগঞ্জ উপজেলা কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় ড্রেজার দিয়ে ওই গর্ত ভরাটের কাজ শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com