শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

অবৈধ ভিওআইপি ফোন অধিকাংশই টেলিটকে!

photo-1445604741_101169আমার সুরমা ডটকম : দেশে সবচেয়ে বেশি অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ফোন আসছে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে। অবৈধ ভিওআইপি ফোন আসার ক্ষেত্রে এর পরেই আছে বেসরকারি প্রতিষ্ঠান বাংলালিংকের নাম। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গত ১৬ আগস্ট অবৈধ সিম অথবা রিম সংক্রান্ত বিষয় চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য টেলিটককে চিঠি দিয়েছে বিটিআরসি। ওই চিঠিতে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত করা এক অভিযানে বিটিআরসি ভিওআইপির ক্ষেত্রে সবচেয়ে বেশি পেয়েছে টেলিটকের সিম। বিটিআরসি জানিয়েছে, এক সপ্তাহের ওই অভিযানে টেলিটকের ১১ হাজার ৬১৩টি সিম ব্যবহৃত হয়েছে ভিওআইপি ফোনের জন্য। এরপরই আছে বাংলালিংকের নাম। ভিওআইপির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বাংলালিংকের ১৫৫টি সিম। এ ছাড়া একই কাজে বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠার রবির ৩৮টি, গ্রামীণফোনের পাওয়া গেছে ২৩টি এবং সিটিসেলের তিনটি সিম পাওয়া গেছে। টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে সিম বক্স ডিটেকশন (এসবিডি) ব্যবস্থা চালু করে বিটিআরসি। এর উদ্দেশ্য ছিল অবৈধ কল এবং ভুয়া রেজিস্ট্রেশন বন্ধ করা। ২০১২ সালের ডিসেম্বরে অবৈধ সিম ব্যবহার বন্ধে স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা (সেলফ রেগুলেশন প্রসেস-এসআরপি) চালু করে। এ ব্যবস্থা টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো অনুসরণ করছে কি না তা তদারকি করার জন্য ছয়টি পরিদর্শকদল অভিযানও চালিয়েছে। অভিযানের পর পরিদর্শকদল পাঁচ টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের এক হাজার ৪৬৯টি সিমকার্ড ভিওআইপিতে ব্যবহৃত হয়েছে বলে জানায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: