শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
আওয়ামী লীগ সরকার খেলাধুলার উন্নয়নে খুবই আন্তরিক: পরিকল্পনামন্ত্রী

আওয়ামী লীগ সরকার খেলাধুলার উন্নয়নে খুবই আন্তরিক: পরিকল্পনামন্ত্রী

amarsurma.com

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান এমপি বলেছেন, খেলাধুলা জীবনকে সুন্দর ও পরিশীলিত করে। খেলোয়াড়দের মধ্যে সৃষ্টি হয় শৃংখলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে। যুব সমাজকে যদি আমরা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তাহলে সহজেই এ দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা যাবে। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার খেলাধুলার উন্নয়নে খুবই আন্তরিক । দেশের উন্নয়নের পাশাপাশি খেলাধুলার প্রতিও আওয়ামীলীগ সরকারের অবদান প্রশংসনীয়।
রবিবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সরকারি জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমানের সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সহকারী পুলিশ সুপার হায়াতুন নবী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জয়কলস ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ তালুকদার, পরিকল্পনামন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সরকারি জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন চন্দ্র সরকার, উপজেলা ক্রীড়া সম্পাদক শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, কামরুপদলং ইয়াকুব মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চক্রবর্তীসহ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইজহার আহমদ, দপ্তর সম্পাদক জুয়েল দাস ও ছাত্রলীগ নেতা নাইম আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: