মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
আনজুমানে তাহাফফুজে দ্বীনের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পূণঃনিরিক্ষণ ১লা সেপ্টেম্বর পর্যন্ত

আনজুমানে তাহাফফুজে দ্বীনের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পূণঃনিরিক্ষণ ১লা সেপ্টেম্বর পর্যন্ত

আমার সুরমা ডটকমআনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের ১৪৩৮ হিজরি সনের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষ্যে প্রধান কেন্দ্র দারুল উলূম দরগাহপুর মাদরাসায় ১১ আগস্ট শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী সভাপতি মাওলানা ফখরুল ইসলাম খানের কাছে কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৪৩৮ হিজরি সনের সনদ ও খামিছ জামাতের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে সনদ জামাতে মোট পরীক্ষার্থী ছিল ১৮৮ জন, এরমধ্যে ছাত্র ১২৯ জন ও ছাত্রী ৫৯ জন। পাস করেছে ১৩২ জন, পাসের হার ৭০ দশমিক ২১ শতাংশ। সনদ জামাতে জিপিএ-৫ (মুমতাজ) পেয়েছে ১ জন, প্রথম বিভাগ ৮৭ জন, দ্বিতীয় বিভাগ ৩৬ জন ও তৃতীয় বিভাগ ৮ জন। জিপিএ-৫ প্রাপ্ত হলো প্রধান কেন্দ্র দরগাহপুর মাদরাসার ছাত্র মোজাহিদ আহমদ। এছাড়া সনদ জামাতে প্রথম ৩ জনের অপর ২ জন হলো একই মাদরাসার মাহমুদুল হাসান ও সদরুল ইসলাম।
এদিকে খামিছ জামাতের মোট পরীক্ষার্থী ছিল ৩০৩ জন, এরমধ্যে ছাত্র ১৭৪ জন ও ছাত্রী ১২৯ জন, পাস করেছে ২১৪ জন, পাসের হার ৭০ দশমিক ৬২ শতাংশ। খামিছ জামাতে জিপিএ-৫ (মুমতাজ) পেয়েছে ২ জন, প্রথম বিভাগ ৬৫ জন, দ্বিতীয় বিভাগ ৯৬ জন ও তৃতীয় বিভাগ ৫১ জন। খামিছ জামাতে পাস করা প্রথম ৩ জন হলো মেঞ্জেরগাঁও আদর্শ ফুরকানিয়া মক্তবের আবুল কালাম আজাদ, মুক্তিখলা-মলি¬কপুর মাদরাসার মাসুম আহমদ ও জুবায়ের আহমদ। সূত্র মতে, এ বছর ১৯৪টি কেন্দ্রে ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের উদ্যোগে রমজান মাসে পবিত্র ক্বোরআন শরীফ, হাদিস, তাজবীদসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। এতে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করেন ১ হাজার ১শত জন শিক্ষক।

নিম্নে জামাত ও বিভাগ ওয়ারি রোল নাম্বার দেয়া হলো।

জামাতে সনদ
মমতাজ: ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের জামাতে সনদে জিপিএ-৫ (মুমতাজ) পেয়ে প্রথম বিভাগে প্রথম হয়েছে প্রধান কেন্দ্র দরগাহপুর মাদরাসার ছাত্র মোজাহিদ আহমদ (রোল নং-৪২)। এছাড়া প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে একই কেন্দ্রের মাহমুদুল হাসান (রোল নং-৬৪) ও তৃতীয় স্থান অধিকার করেছে সদরুল ইসলাম (রোল নং-১০৪) ।
প্রথম বিভাগ:
এদিকে প্রথম বিভাগপ্রাপ্তদের রোল নং নিম্নে দেয়া হলো।
১, ২, ৩, ৪, ৫, ৭, ৮, ৯, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ২০, ২১, ২২, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩২, ৩৩, ৩৯, ৪০, ৪১, ৪৩, ৪৪, ৪৬, ৫২, ৫৩, ৫৪, ৫৬, ৫৭, ৬০, ৬২, ৬৬, ৬৮, ৬৯, ৭১, ৭২, ৭৩, ৭৫, ৭৬, ৭৭, ৮২, ৮৫, ৮৬, ৮৭, ৯১, ৯৩, ৯৫, ৯৯, ১০১, ১০৩, ১০৫, ১০৬, ১১৬, ১১৮, ১২১, ১২৩, ১২৫, ১২৭, ১২৮, ১২৯, ১৩৫, ১৩৮, ১৪১, ১৪৬, ১৪৮, ১৫৯, ১৬২, ১৬৪, ১৬৬, ১৬৮, ১৭১, ১৭৮, ১৭৯, ১৮৮, ১৯০।
দ্বিতীয় বিভাগ:
দ্বিতীয় বিভাগপ্রাপ্তদের রোল নং নিম্নে দেয়া হলো।
১৭, ২৩, ৩৫, ৫০, ৫১, ৫৫, ৭৮, ৮১, ৮৩, ৮৪, ৯২, ১০২, ১১২, ১১৯, ১২০, ১৩০, ১৩৬, ১৩৭, ১৪২, ১৪৩, ১৪৫, ১৪৭, ১৪৯, ১৫৮, ১৬১, ১৬৩, ১৬৫, ১৬৭, ১৭৭, ১৮২, ১৮৪, ১৮৫, ১৮৬, ১৮৭, ১৯১, ১৯২।
তৃতীয় বিভাগ:
তৃতীয় বিভাগপ্রাপ্তদের রোল নং নিম্নে দেয়া হলো। ১৩১, ১৩৩, ১৫৭, ১৮৯।
বিবেচনায়: ১৩২, ১৪০, ১৫৩, ১৭৩।
জামাতে খামিছ
মমতাজ: জামাতে খামিছে জিপিএ-৫ (মুমতাজ) পেয়ে প্রথম বিভাগে প্রথম হয়েছে মেঞ্জেরগাঁও আদর্শ ফুরকানিয়া মক্তবের আবুল কালাম আজাদ (রোল নং-১২) ও জিপিএ-৫ (মুমতাজ) পেয়ে প্রথম বিভাগে দ্বিতীয় হয়েছে মুক্তিখলা-মলি¬কপুর মাদরাসার মাসুম আহমদ (রোল নং-১৩৩) এবং প্রথম বিভাগে তৃতীয় হয়েছে জুবায়ের আহমদ (রোল নং-১৩২)।
প্রথম বিভাগ:

প্রথম বিভাগপ্রাপ্তদের রোল নং নিম্নে দেয়া হলো।
১, ২, ৪, ৫, ৬, ৭, ৮, ১০, ১৪, ১৭, ২০, ৩২, ৩৪, ৪৯, ৫৮, ৫৯, ৮১, ৮২, ৮৯, ৯৭, ১০৩, ১০৪, ১১৫, ১১৬, ১১৮, ১১৯, ১২৪, ১২৬, ১২৮, ১৩২, ১৩৬, ১৩৭, ১৩৯, ১৪৪, ১৪৬, ১৫৮, ১৬৪, ১৬৮, ১৬৯, ১৭১, ১৭৭, ১৭৯, ১৮৭, ২০২, ২১০, ২১১, ২১৫, ২১৭, ২২০, ২২৬, ২৪৭, ২৫০, ২৫১, ১৫৬, ২৬৫, ২৬৬, ২৭৩, ২৭৮, ২৯৪, ২৯৫, ৩০৬, ৩০৭, ৩০৮।
দ্বিতীয় বিভাগ:

দ্বিতীয় বিভাগপ্রাপ্তদের রোল নং নিম্নে দেয়া হলো।
৩, ১৩, ১৫, ৩১৩, ১৯, ২২, ২৪, ২৬, ২৭, ৩৩, ৩৫, ৩৬, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৮, ৫৫, ৫৬, ৬০, ৬১, ৬৩, ৬৫, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭৮, ৮৪, ৮৮, ৯৮, ৯৯, ১০০, ১০১, ১০২, ১১৩, ১১৪, ১১৭, ১২০, ১২৩, ১২৫, ১২৯, ১৩০, ১৩৪, ১৩৫, ১৪৩, ১৪৫, ১৪৯, ১৫৩, ১৫৭, ১৬৭, ১৭০, ১৭২, ১৮২, ১৮৪, ১৯০, ১৯৬, ১৯৭, ১৯৯, ২০৪, ২০৭, ২০৮, ২০৯, ২১৪, ২১৬, ২২১, ২২২, ২২৪, ২২৭, ২২৮, ২৩৮, ২৪০, ২৪২, ২৪৮, ২৪৯, ২৫২, ২৫৩, ২৫৫, ২৬০, ২৬১, ২৬৮, ২৭২, ২৭৪, ২৭৬, ২৭৭, ২৮১, ২৮২, ২৮৬, ২৮৭, ২৮৮, ২৯০, ২৯২, ২৯৩, ২৯৯, ৩০৫, ৩১০, ৩১১।
তৃতীয় বিভাগ:

তৃতীয় বিভাগপ্রাপ্তদের রোল নং নিম্নে দেয়া হলো।
৯, ১২, ১৮, ২১, ২৫, ২৯, ৩০, ৪৬, ৫০, ৫১, ৫২, ৬৪, ৬৬, ৭২, ৭৪, ৭৫, ৭৯, ৮৫, ১০৭, ১২২, ১৩১, ১৩৮, ১৪০, ১৪১, ১৪৭, ১৫১, ১৫৪, ১৫৫, ১৫৯, ১৬৫, ১৬৬, ১৭৩, ১৭৪, ১৮০, ১৮৩, ১৮৫, ২০৩, ২১২, ২০৮, ২৩৬, ২৫৭, ২৫৯, ২৮৩, ৩১৪, ৩১২।
বিবেচনায়: ১৬, ১০৮, ১২৭, ১৯৮, ২৬২।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী জানান, প্রকাশিত ফলাফলের উপর যদি কারো কোনো দ্বিমত থাকে, তবে তারা আগামি ১লা সেপ্টেম্বর ২০১৭ খ্রিস্টাব্দের ভেতরে পুণঃনিরিক্ষণ (ছানী নজর) করাতে পারবে। তারা পরীক্ষার সমপরিমাণ ফিস জমা দিতে হবে এবং নির্ধারিত সময়ের পর কারো কোনো অভিযোগ গ্রহণ করা হবেনা। বিস্তারিত তথ্যের জন্য ০১৭১২-৩৬৫২৫৪ নাম্বারে কল করতে অনুরোধ করা হয়েছে।
ফলাফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা শাহনূর, হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আবিদুর রহমান, মাওলানা শাহজাহান, মাওলানা রহমত উল্লাহ, মাওলানা মুহাম্মদ খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: