বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
আযাদ দ্বীনি এদারার কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৭৭.৪৪

আযাদ দ্বীনি এদারার কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৭৭.৪৪

মুহাম্মদ আব্দুল বাছির সরদার: এ বছরই আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটের মাধ্যমে কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে দেশের ইসলামি ধারার অন্যতম বোর্ড ‘আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ’-এর। প্রকাশিত ফলাফলে পুরুষ ও মহিলা শাখার ৯টি ক্লাসের মোট সমন্বিত পাসের হার হচ্ছে ৭৭ দশমিক ৪৪ শতাংশ। মঙ্গলবার বেলা ১২টায় সিলেটের সোবহানীঘাটস্থ কেন্দ্রীয় অফিস এদারা ভবনে ফলাফল বোর্ডের মহাসচিব শায়খ মাওলানা আব্দুল বছীরের কাছে হস্তান্তর করেন ইমতেহান বিভাগের সহকারি নাযিম মাওলানা সৈয়দ আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের প্রকাশনা বিভাগের নাযিম মাওলানা এনামুল হক, নির্বাহী সদস্য মাওলানা ইউসুফ খাদিমানী, সুনামগঞ্জ জেলা যিম্মাদার হাফিয মাওলানা আব্দুল গাফফার, সিলেট রিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী ও আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ বোর্ডের কর্মকর্তাবৃন্দ।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৩৮৪ জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৯ হাজার ৯৯ জন। এরমধ্যে পাস করেছে ৭ হাজার ৫০ জন, মুমতাজ (এ প্লাস) পেয়েছে ১ হাজার ১৩৬ জন, প্রথম বিভাগে পাস করেছে ২ হাজার ২৬৩ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছে ১ হাজার ৪৪৮ জন, তৃতীয় বিভাগ পেয়েছে ২ হাজার ২০৩ জন, পাসের হার ৭৭ দশমিক ৪৪ শতাংশ।
সূত্র মতে, ঘোষিত ফলাফল অনুযায়ি পুরুষ শাখায় ফযিলত (স্নাতক) জামাতে মোট পাস করেছে ৬৬৯ জন, এরমধ্যে মুমতাজ (এ প্লাস) পেয়েছে ২৯ জন, প্রথম বিভাগ পেয়েছে ২০৯ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছেন ২৪০ জন, তৃতীয় বিভাগ পেয়েছে ১৯১ জন, পাসের হার ৭৭ দশমিক ৮৮ শতাংশ।
সানোবিয়্যা উলয়া (উচ্চ মাধ্যমিক) মোট পাস করেছে ৭৩১ জন, এরমধ্যে মুমতাজ (এ প্লাস) পেয়েছে ১১৫ জন, প্রথম বিভাগ পেয়েছে ২৯২ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছেন ১৫২ জন, তৃতীয় বিভাগ পেয়েছে ১৭২ জন, পাসের হার ৭৮ দশমিক ১৮ শতাংশ।
সানোবিয়্যা আম্মাহ (মাধ্যমিক) মোট পাস করেছে ৮১৮ জন, এরমধ্যে মুমতাজ (এ প্লাস) পেয়েছে ৭৬ জন, প্রথম বিভাগ পেয়েছে ২৮৭ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছেন ২১৮ জন, তৃতীয় বিভাগ পেয়েছে ২৩৭ জন, পাসের হার ৮০ দশমিক ৫১ শতাংশ।
মুতাওয়াসসিতা (নিম্ন মাধ্যমিক) মোট পাস করেছে ১ হাজার ১৪০ জন, এরমধ্যে মুমতাজ (এ প্লাস) পেয়েছে ১৭১ জন, প্রথম বিভাগ পেয়েছে ৩৯৪ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছেন ২৭২ জন, তৃতীয় বিভাগ পেয়েছে ৩০৩ জন, পাসের হার ৮৫ দশমিক ১৩ শতাংশ।
ইবতেদাইয়্যাহ (প্রাথমিক) মোট পাস করেছে ২ হাজার ৫৭৩ জন, এরমধ্যে মুমতাজ (এ প্লাস) পেয়েছে ৩০৪ জন, প্রথম বিভাগ পেয়েছে ৭১৪ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৪২১ জন, তৃতীয় বিভাগ পেয়েছে ১ হাজার ১৩৪ জন, পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ।

হিফয (তাহফিযুল কোরআন) মোট পাস করেছে ৮৩৯ জন, এরমধ্যে মুমতাজ (এ প্লাস) পেয়েছে ৪৩৪ জন, প্রথম বিভাগ পেয়েছে ২৯৪ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৮১ জন, তৃতীয় বিভাগ পেয়েছে ৩০ জন, পাসের হার ৮৬ দশমিক ০৫ শতাংশ।
এদিকে মহিলা শাখার ফযিলত (স্নাতক) মোট পাস করেছে ১১০ জন, এরমধ্যে মুমতাজ (এ প্লাস) পেয়েছে ১ জন, প্রথম বিভাগ পেয়েছে ৩৪ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৩১ জন, তৃতীয় বিভাগ পেয়েছে ৪৪ জন, পাসের হার ৬৬ দশমিক ২৬ শতাংশ।
সানোবিয়্যা (উচ্চ মাধ্যমিক) মোট পাস করেছে ৬২ জন, এরমধ্যে মুমতাজ (এ প্লাস) পেয়েছে ১ জন, প্রথম বিভাগ পেয়েছে ১২ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছেন ১৪ জন, তৃতীয় বিভাগ পেয়েছে ৩৫ জন, পাসের হার ৬৪ দশমিক ২৫ শতাংশ।
মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক) মোট পাস করেছে ১০৮ জন, এরমধ্যে মুমতাজ (এ প্লাস) পেয়েছে ৫ জন, প্রথম বিভাগ পেয়েছে ২৭ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছেন ১৯ জন, তৃতীয় বিভাগ পেয়েছে ৫৭ জন, পাসের হার ৬১ দশমিক ৭১ শতাংশ।
উল্লেখ্য, বোর্ডের বিস্তারিত ফলাফল জানতে www.azaddiniadarah.com-এ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: