বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
আলেমদের মিলনমেলায় উম্মোচিত হলো ‘সীরাতুন্নবী সা. স্মারক’

আলেমদের মিলনমেলায় উম্মোচিত হলো ‘সীরাতুন্নবী সা. স্মারক’

আমার সুরমা ডটকম:

আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় অনুষ্ঠিত হয়ে গেলো ভাতগাঁও উলামা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত ‘সীরাতুন্নবী সা. স্মারক’-এর মোরকউম্মোচন অনুষ্ঠান। দারুল উলুম ভাতগাঁও মাদরাসার হলরুমে শতাধিক উপস্থিতি নিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাহিত্য সম্পাদক আবদুল ওয়াদুদ নোমান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সম্পাদক মাওলানা আব্দুল মুকিত। সংগঠনের পরিচিতি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান। এতে বক্তব্য রাখেন, ভাতগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা সুহাইল আহমদ সুহেল, ঝিগলী মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা সাইদুর রহমান, গাগলাজুর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা মনিরুল ইসলাম, ভমবমি বাজার মাদরাসার মুহতামিম মাওলানা আ.খালিক, রুহামা তাফসিরুল কুরআন পরিষদের কর্ণধার মাওলানা আলী আহমদ, মাওলানা শায়খ আ.শহিদ, মাওলানা শায়খ আজিজুর রহমান গাগলাজুরী, মাওলানা মুতিউর রহমান, মাওলানা ইবরাহীম আলী, মাওলানা জাকারিয়া মাহবুব, মাওলানা মাকিনুর রশিদ, মাওলানা ফখরুজ্জামান প্রমূখ।

বক্তারা প্রত্যেকেই সংক্ষেপে চমৎকার আলোচনা পেশ করেন। নবী-জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সমাজে বেশি বেশি সীরাতচর্চার প্রয়োজনীয়তার কথা প্রকাশ করেন। বক্তারা বলেন, সীরাতচর্চার অভাবেই সমাজে আজ এত দূরবস্থা। নবীজির জীবন থেকে আমরা যোজন যোজন দূরে। ঘরে ঘরে সীরাতচর্চার ধারা চালু করতে পারলে ইনশাআল্লাহ আমাদের সমাজ সীরাতের আলোয় আলোকিত হবে। বক্তারা ভাতগাঁও উলামা ঐক্য পরিষদ যে ঘরে ঘরে সীরাত স্মারকটি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার খু্ব প্রশংসা করেন। আগামীতে আরো সুন্দর ও গুরুত্বপূর্ণ কাজ উপহার দেওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন। অতঃপর সভাপতি সাহেবের আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় উলামায়ে কেরাম, ভাতগাঁও, গাগলাজুর, ঝিগলী ও ভমবমি মাদরাসার উস্তাদবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: