শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
আ.লীগ সরকার বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে: শিক্ষামন্ত্রী

আ.লীগ সরকার বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে: শিক্ষামন্ত্রী

আমার সুরমা ডটকমশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষায় শতভাগ সমতা অর্জন হয়েছে। তবে এখনও সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত হয়নি। আওয়ামীলীগ সরকার বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে। বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজে তিন বিষয়ে স্নাতকোত্তর কোর্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার উচ্চশিক্ষায় গবেষণার ওপর জোর দিচ্ছে।বিশ্ববিদ্যালয় গুলোতে গবেষণা আরও বাড়াতে হবে। সৃষ্টি করতে হবে নতুন জ্ঞান। অন্য দেশ থেকে এখনও জ্ঞান ও প্রযুক্তি আমদানি করতে হয়। জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা রফতানি করার যোগ্যতা অর্জন করতে হবে। মন্ত্রী আরোও বলেন, নতুন প্রজন্ম অনেক মেধাবী। তাদের বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলতে হবে। তারাই নতুন বাংলাদেশ নির্মাণ করবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেবে। দেশে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ও হার বাড়ছে জানিয়ে নাহিদ বলেন, শিক্ষার মান বাড়াতে পাঠ্যপুস্তক, পরীক্ষা পদ্ধতি সহজ ও আকর্ষণীয় করা হচ্ছে। বইয়ের বোঝাও কমানো হবে।

বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক প্রশান্ত মৃধা ও প্রভাষক সরকার শফিউল্লাহ দিদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মঞ্জুর-এ-এলাহী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ-সভাপতি ময়নুল ইসলাম, যুগ্ম সম্পাদক মসতাক আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আহমদ হোসেন বাবুল, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মজির উদ্দিন আনছার, উপজেলা নির্বাহী মু. আসাদুজ্জামান, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল হক, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিক ও বিমান বিহারী রায়, শিক্ষাবিদ আলী আহমদ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ টিটু, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: