শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
ঈদে হতে পারে মেঘ-বৃষ্টি-রোদের খেলা

ঈদে হতে পারে মেঘ-বৃষ্টি-রোদের খেলা

wetherআমার সুরমা ডটকমবঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আজ। মৌসুমি বায়ুমালা ও লঘুচাপের দ্বিমুখী সক্রিয় প্রভাবে ভাদ্রের শেষ দিকে এসে দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। আজ সোমবার সকাল থেকে বৃহত্তর চট্টগ্রামসহ দেশের অনেক এলাকায় থেমে থেমে বৃাষ্টপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদ উল আযহার দিনটিতে ও এর পরের দিন বুধবার কোথাও দমকা হাওয়াসহ মেঘ-বৃষ্টি আবার কোথাও ঝলমলে রোদের খেলার মধ্যদিয়ে মিশ্র আবহাওয়া বিরাজ করতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঈশ্বরদিতে ১৩২ মিলিমিটার। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ৬, সিলেটে ২১, রাজশাহীতে ৩, রংপুরে ৯, তেঁতুলিয়ায় ৬৯, বরিশালে ৫ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বা বলয় ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, পূর্ব-মধ্য প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বি¯ৃÍত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: