বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
উপজেলা পরিষদ নির্বাচন: জামালগঞ্জে বইছে নির্বাচনী হাওয়া

উপজেলা পরিষদ নির্বাচন: জামালগঞ্জে বইছে নির্বাচনী হাওয়া

amarsurma.com
চট্টগ্রাম-১০ আসেন প্রতীক বরাদ্দ, চলছে গণসংযোগ

জামালগঞ্জ প্রতিনিধি :

জামালগঞ্জে জোরেশোরে বইছে উপজেলা নির্বাচনকেন্দ্রিক হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগের পাশাপাশি নানাভাবে প্রচারণা শুরু করেছেন। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। তাদের অনেকেই দলীয় প্রতীক না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানাগেছে। অপরদিকে কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা। দলীয় হাইকমান্ড থেকে গ্রিন সিগন্যাল পেলেই তারা নির্বাচনী মাঠে নামবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, জামালগঞ্জের সর্বত্র সম্ভাব্যপ্রার্থীদের নিয়ে চলছে ব্যাপক আলোচনা। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শামছুল আলম তালুকদার ঝুনু মিয়া, আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাচনা বাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল করিম শামীম, জেলা পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ও জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালগঞ্জ শাখার সভাপতি পূর্ণেন্দু ঘোষ চৌধুরী (স্বতন্ত্র), জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জাতীয় পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মু. রশীদ আহমদ।
ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আকবর হোসেন, ওয়ালী উল্লাহ সরকার (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম জিলানী আফিন্দি (রাজু), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিম-লীর সদস্য সুধাংশু রঞ্জন দে (স্বতন্ত্র), উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ওলামালীগ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, সৈয়দ খালেদ আহমদ (স্বতন্ত্র), উত্তর ইউনিয়নের ইউপি সদস্য মো. হাবিবুর রহমান, সমাজসেবক আলাউদ্দিন আহমদ (স্বতন্ত্র)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন- বর্তমান ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, মাধবী পাল চৌধুরী, ডা. রাবেয়া সিদ্দিকা রাবু, শারমিন সুলতানা, বীণারানী তালুকদার, ফাল্গুনী দত্ত, ভীমখালী ইউপি সদস্য মোছা. রেহানা বেগম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: