শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
এদারার কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৬.০৩%

এদারার কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৬.০৩%

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:

দেশের প্রাচীনতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তত্ত্বাবধানকারী শিক্ষা বোর্ড ‘আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ’-এর ১৪৪২ হিজরি মুতাবেক ২০২১ সালের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল গত ৯ মে রোববার তারিখে বোর্ডের সিলেট শহরের সোবহানীঘাটস্থ অফিসে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল্লাহ গাছবাড়ি। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সভাপতি মাওলানা জিয়া উদ্দিন, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, মাওলানা এনামুল হক বহরগ্রামী, হাফিয মাওলানা মুহসিন আহমদসহ বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

বোর্ড সূত্রে জানা যায়, ঘোষিত ফলাফল অনুযায়ী এ বছর মোট মুমতায (এ প্লাস) পেয়েছে ১ হাজার ৭১৮ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) পেয়েছে ৩ হাজার ৫৪৮ জন, জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) পেয়েছে ২ হাজার ১৩১ জন, মকবুল (তৃতীয় বিভাগ) পেয়েছে ৩ হাজার ২৪১ জন। মোট কৃতকার্য ১০ হাজার ৬৩৫ জন, অকৃতকার্য ১ হাজার ৭২৭ জন। পাসের হার ৮৬ দশমিক ০৩ শতাংশ।

সূত্র মতে, ফযিলত বর্ষে মুমতায পেয়েছে ৪৪ জন, জায়্যিদ জিদ্দান ২১৬ জন, জায়্যিদ ২৮৯ জন, মকবুল ২৯৮ জন, কৃতকার্য ৮৪৪ জন ও অকৃতকার্য ১৪৯ জন, পাসের হার ৮৪ দশমিক ৯৯ শতাংশ।

সানাবিয়্যা উলয়ায় মুমতায পেয়েছে ১৪০ জন, জায়্যিদ জিদ্দান ৩১৯ জন, জায়্যিদ ১৯৪ জন, মকবুল ২০৫ জন, কৃতকার্য ৮৫৮ জন ও অকৃতকার্য ১৪৩ জন। পাসের হার ৮৫ দশমিক ৭১ শতাংশ।

সানাবিয়্যা আম্মাহে মুমতায পেয়েছে ১৬৬ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৮ জন, জায়্যিদ ২৫০ জন, মকবুল ২৩৩ জন, কৃতকার্য ১ হাজার ২৭ জন ও অকৃতকার্য ১৪৭ জন। পাসের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ।

মুতাওয়াসসিতায় মুমতায পেয়েছে ১৫৯ জন, জায়্যিদ জিদ্দান ৩৮৪ জন, জায়্যিদ ২৭০ জন, মকবুল ৪৭৮ জন, কৃতকার্য ১ হাজার ২৯১ জন ও অকৃতকার্য ২শত জন। পাসের হার ৮৬ দশমিক ৫৯ শতাংশ।

ইবতেদাইয়্যায় মুমতায পেয়েছে ৬৫৩ জন, জায়্যিদ জিদ্দান ১ হাজার ৪১৪ জন, জায়্যিদ ৫৬৫ জন, মকবুল ১ হাজার ২৮৯ জন, কৃতকার্য ৩ হাজার ৯২১ জন ও অকৃতকার্য ৪৫০ জন। পাসের হার ৮৯ দশমিক ৭০ শতাংশ।

হিফয বিভাগে মুমতায পেয়েছে ৫১১ জন, জায়্যিদ জিদ্দান ৪৫২ জন, জায়্যিদ ১২৩ জন, মকবুল ৪২ জন, কৃতকার্য ১ হাজার ১২৮ জন ও অকৃতকার্য ১৭৪ জন। পাসের হার ৮৬ দশমিক ৬৪ শতাংশ।

মহিলা বিভাগের ফযিলতে মুমতায পেয়েছে ১৪ জন, জায়্যিদ জিদ্দান ১৫৫ জন, জায়্যিদ ২২১ জন, মকবুল ২৭৪ জন, কৃতকার্য ৬৬৪ জন ও অকৃতকার্য ১৭৪ জন। পাসের হার ৭৯ দশমিক ২৪ শতাংশ।

সানাবিয়্যায় মুমতায পেয়েছে ১১ জন, জায়্যিদ জিদ্দান ১০৩ জন, জায়্যিদ ১৩৫ জন, মকবুল ১২০ জন, কৃতকার্য ৩৬৯ জন ও অকৃতকার্য ৭২ জন। পাসের হার ৮৩ দশমিক ৬৭ শতাংশ।

মুতাওয়াসসিতায় মুমতায পেয়েছে ২০ জন, জায়্যিদ জিদ্দান ১২৭ জন, জায়্যিদ ৮৪ জন, মকবুল ৩০২ জন, কৃতকার্য ৫৩৩ জন ও অকৃতকার্য ২১৮ জন। পাসের হার ৭০ দশমিক ৯৭ শতাংশ।

নূরানী বিভাগে এ প্লাস পেয়েছে ২৫৫ জন, এ গ্রেড ৪৫১ জন, বি গ্রেড ৬০৬ জন, সি গ্রেড ৪২০ জন, ডি গ্রেড ৭৯ জন, এফ গ্রেড ৩৮৭ জন, কৃতকার্য ১ হাজার ৮১১ জন। পাসের হার ৮২ দশমিক ৩৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: