শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

ক্রিকেট জুয়া খেলার মহাৎসব প্রতিটি চায়ের দোকানগুলোতে

সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন জুড়ে চলছে আইপিএল ক্রিকেট খেলা নিয়ে জুয়া। প্রতিটি গ্রাম কিংবা বাজারের ছোট ছোট চায়ের দোকান-সর্বত্রই চলছে এই ক্রিকেট জুয়া। শিশু, কিশোর, যুবক বা বৃদ্ধ জড়িয়ে পড়েছে এই জুয়া খেলায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে কিছু বাজারগুলোতে চায়ের দোকানে সন্ধ্যা হলে জুয়া খেলার হিড়িক পড়ে। দোকানের সামনে এবং ভিতরে বসা ২০-৩০ জন করে। এদের অধিকাংশই রিকসা চালক, দিন মজুর ও যুব সমাজ। এক জুয়াড়ির সাথে কথা বলে জান্তে পারলাম জুয়ার অংক এক’শ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চলে। জুয়া খেলার ধরণ প্রতি বলে বাজি, প্রতি ওভার ও ম্যাচে চলে বাজি। এ বাজিকরদের অধিকাংশ নেহাত দরিদ্র খেটে খাওয়া মানুষ। যে জিতবে তার ঘরে যাবে বাহারী বাজার-সদাই। আর যে হারবে তার পরিবার পরের দিন উপোস। এ নিয়ে সংসারে লেগে আছে নানা অশান্তি। সালেক নামের সপ্তম শ্রেণীর এক ছাত্র জানায়, প্রতিদিন সন্ধ্যা ৭টা বাজলে জুয়া খেলা দেখতে চলে যায় পাড়ার চায়ের দোকানে। আইপিএল জুয়ার কথা তাকে জিজ্ঞেস করা মাত্রই সে বলে গত রবিবার জুয়ার বাজিতে নাকি ২০৫ টাকা লাভ হয়েছে তার। জুয়া নামক কেন্সার যদি কমলমতি শিশুদের গ্রাষ করে, তাহলে সুষ্ঠ সমাজের হাল ধরবে কে? বৃদ্ধা থেকে শুরু করে যুবক সমাজ জড়িয়ে পড়ছে এই আইপিএল জুয়া খেলায়। গত দুই বছর যাবৎ আইপিএল টি-২০ খেলা নিয়ে এ জুয়া খেলা শুরু হয়েছে। বর্তমানে পুরো ইউনিয়ন জুড়ে এ জুয়া মারাত্মকভাবে বেড়ে গেছে। সচেতন ও সুশীল সমাজ জানিয়েছেন, প্রশাসন এ ব্যাপারে দৃড় পদক্ষেপ গ্রহন না করলে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: