মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
ছাতকের ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের বিরুদ্ধে মামলা

ছাতকের ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের বিরুদ্ধে মামলা

চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে। দন্ডবিধি-৩২৬ সহ একাধিক ধারায় ইউপি চেয়ারম্যান বিল¬াল আহমদ ও ইউপি সদস্য আজিজুর রহমান শান্তসহ ৩৬ জনের বিরুদ্ধে এ মামলা দয়ের করা হয়। উপজেলা সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের হাজী আলকাছ আলীর ছেলে তাজিজুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিল্লাল আহমদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে এর আগে আরো একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। অভিযোগ থেকে জানা যায়, বিল্লাল আহমদ কর্তৃক সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলের উপর দ্রুত বিচার আইনে একটি মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ইউনিয়নবাসী ২২ আগস্ট কালীপুর পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ও ইউপি সদস্য আজিুজর রহমান শান্তর নেতৃত্বে ইউনিয়নবাসীর মিছিলে সশস্ত্র হামলা করা হয়। হামলাকারীরা মিছিলে আসা লোকজনের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতারী গুলিবর্ষণ করে চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলের চাচা লুৎফুর রহমানসহ ১৫-২০ নিরীহ লোককে আহত করে। হামলায় আহত হয় আরো অর্ধশতাধিক ইউনিয়নবাসী। এ ব্যাপারে মামলার বাদী তাজিজুর রহমান জানান, এমপি মুহিবুর রহমান মানিকের মদদে তার চাচাতো ভাই উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ বেপরোয়া হয়ে উঠেছে। সরকারি বরাদ্ধ লুটপাটের টাকায় গড়ে তুলেছে একটি সন্ত্রাসী বাহিনী। হামলা-মামলা করে গত ১০ বছর ধরে এলাকার মানুষকে হয়রানী ও নির্যাতন করে যাচ্ছে। সরকারি সম্পদ লুটপাটে প্রতিবাদী হয়ে উঠলে সিংচাপইড় ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলের উপর ক্ষমতাবলে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। চেয়ারম্যামেনের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ইউনিয়নবাসী মিছিল বের করলে সিলেটের ছাত্রদলের ভাড়াটে ক্যাডারসহ তার পোষ্য সন্ত্রাসী বাহিনী দিয়ে মিছিলে পরিকল্পিত হামলা করা হয়। হামলাকারী অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারের দাবী জানান মামলার বাদী তাজিজুর রহমান। ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে কি না তিনি জানেন না। ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম মামলার সত্যতা স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: