শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
ছাতকে আনজুমানে তাহাফফুজে দ্বীনের দস্তারবন্দী বাস্তবায়ন উপ-কমিটি গঠন

ছাতকে আনজুমানে তাহাফফুজে দ্বীনের দস্তারবন্দী বাস্তবায়ন উপ-কমিটি গঠন

amarsurma.com

আমার সুরমা ডটকম:
আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের ৩০ বছরপূর্তি ও ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের ২৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তবায়ন উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলার উপ-কমিটি গঠনের লক্ষ্যে বিকেল ৩টায় জাউয়া মাদরাসায় এক বৈঠক অনুষ্ঠিত হয়।
সুরমা মাদরাসার মুহতামিম মাওলানা ফজলুল হক আমিনীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী।
মাওলানা শাহজাহানের সঞ্চাচলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানের নির্বাহী কমিটির সদস্য হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরমহল্লা-আশাকারচর মাদরাসার শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম ও জাউয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে নি¤œবর্ণিত ব্যক্তিবর্গের সমন্বয়ে ছাতক উপজেলা দস্তারবন্দী বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্টা হিসেবে যুক্ত করা হয়েছে জাউয়া মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুস সোবহান, গণেশপুর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান, ভূঁইগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল ইসলাম, জাউয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মোস্তফা কামাল, হাসনাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা এখলাছুর রহমান, জাউয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা সাঈদ আহমদ ও ঝিগলী মাদরাসার নির্বাহী মুহতামিম হাফিয মাওলানা সাঈদুর রহমান।
আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল হাই, সদস্য সচিব মাওলানা শাহজাহান আহমদ, যুগ্ম সদস্য সচিব মাওলানা আকমল হুসাইন।
সদস্য মাওলানা ফজলুল হক আমিনী, মাওলানা রফিক আহমদ, মাওলানা আশরাফ আলী, মাওলানা হুসাইন আহমদ, ক্বারী এখলাছুর রহমান, ক্বারী আবু সাঈদ কদরিছ, মাওলানা মোজাহিরুল ইসলাম, মাওলানা তোফায়েল আহমদ, ক্বারী আমির আলী, ক্বারী আলিম উদ্দিন ও ক্বারী মাহবুব আহমদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: