বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
ছাতকে ইসলামি ব্যাংকের গ্রাহকদের সাথে মতবিনিময়

ছাতকে ইসলামি ব্যাংকের গ্রাহকদের সাথে মতবিনিময়

চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে ইসলামি ব্যাংকের উদ্যোগে মতবিমিয় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় ব্যাংকের চলতি সেবা মাস (মে মাস) উপলক্ষে শরীয়াহ ভিত্তিক বিনিয়োগ, মর্গেজ নিয়ে বিনিয়োগের নিয়ম-নীতি, লেনদেন ও বিনিয়োাগ গ্রহণকালিন শরীয়তের আদেশ-নিষেধ, ব্যাংকিং ব্যবস্থা সহজতর, প্রশাসন ও গ্রাহকদের মধ্যে দূরত্ব কমিয়ে সুসম্পর্ক স্থাপন, তাদের সূযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসা-বাণিজ্যে ব্যবসায়িদের একমাত্র বিনিয়োগ বান্ধব হিসেবে পরিচিত ইসলামি ব্যাংকের তারল্য প্রবাহ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে গ্রাহক সেবা আরো বৃদ্ধির কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় শরীয়াহ ভিত্তিক বিনিয়োগ ছাড়াও ব্যাংকের সেবা কার্যক্রমের উপর বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন শাখা প্রধান ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মোহাম্মদ দুলাল হোসেন। সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প অফিসার সাইদুল ইসলাম। সিনিয়র অফিসার (বিনিয়োগ প্রধান) তাজুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ছাতক পাথর ব্যবসায়ি সমিতির সধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, ব্যবসায়ি মেরাজ উদ্দিন, হাজি সুজন মিয়া, আবদুল মতিন, বদরুল আলম, হাজি আলী আজগর সোহাগ, নাজমুল ইসলাম, ফারুক মিয়া, মনা মিয়া, ছাতক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এএফএম ফারুক চান মিয়া প্রমূখ। এ সময় ব্যবসায়িরা চলতি বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে পুরনো গ্রাহকদের প্রক্রিয়া মোতাবেক বিনিয়োগ বৃদ্ধিকরণ ও বিনিয়োগ সহজতরসহ বিনিয়োগকৃত অর্থের লভ্যাংশ সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার দাবি করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: