শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের জানাজায় শোকার্ত মানুষের ঢল

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের জানাজায় শোকার্ত মানুষের ঢল

amarsurma.com
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের জানাজায় শোকার্ত মানুষের ঢল

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪.১৫ মিনিটে শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে  বিপুল সংখ্যক  মানুষের ঢল নামে । জানাজা নামাজে ইমামতি করেন হাফিজ নাফিজ আহমেদ। মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হলিয়াড়পাড়া ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ।

এর আগে উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের কর্মময় জীবনের উপর আলোকপাত  এবং শোক প্রকাশ করে বক্তব্য দেন,পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সাবেক এমপি শফিকুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী, উপজেলা পরিষদ অ্যাসোসিয়শনের সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক মেয়র মিজানুর রশিদ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি রেজাউল করিম রিজু,শ্রীরামসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, প্রয়াতের ভাই আবাব হোসেন, ছেলে মুক্তাকীন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, স্থানীয় মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন প্রমুখ।

এ সময়  উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, হাজী আব্দুল জব্বার, বদরুল ইসলাম, মুক্তাদীর আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, আওয়ামী লীগ নেতা ফিরোজ আলী, মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ মতিন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সোমরাত রাত দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে আকমল হোসেন (৬৭) ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) তিনি স্ত্রী ৫ ছেলে ৪ মেয়ে রেখে গেছেন। তিনি গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সন্মেলনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। সেখানে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি গত ৮ ডিসেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: