শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

জামালগঞ্জে মিথ্যা অভিযোগ দাখিলে পাল্টা অভিযোগ

বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের মোঃ সানোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে পাল্টা অভিযোগ দাখিল করা হয়। বৃহস্পতিবার সকালে পাল্টা অভিযোগ দাখিল করেন সার, বীজ ও কীট নাশক ডিলার মোঃ সানোয়ার হোসেন। অভিযোগ থেকে জানা যায়, গত ৯ জুলাই ২০১৮ ইং তারিখ ২৩৮(২০) স্মারক মূলে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্তে লক্ষীপুর বাজারে সার বিক্রয় করতে সরকার অনুমতি প্রদান করেন। ৫নং ওয়ার্ডের কৃষকগণের সুবিধার্থে লক্ষীপুর বাজার থেকে কৃষকগণ সার ক্রয় করতে আসছেন। মোঃ রহিছ উদ্দিন চৌধুরী গত ১২ ডিসেম্বর ১৭ ইং তারিখে আমার বিরুদ্ধে ২৭ জন কৃষক স্বাক্ষরিত মিথ্যা অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগে রহিছ উদ্দিনের ছেলে ৩ জন, আপন ভাতিজা ৫ জন, ৫ জন জীবিকার তাগিদে বিভিন্ন স্থানে কাজ করছেন। ঐ ৫ জনসহ বাকি ১৪ জনের স্বাক্ষর জালিয়াতি করে আমার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। আমি একজন সরকারি খুচরা সার ডিলার হিসেবে মিথ্যা অভিযোগ কারণে আমার সম্মানহানী হয়। মিথ্যা অভিযোগ ও জাল স্বাক্ষরকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করি। জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: