বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
জামালগঞ্জ উপজেলায় নৌকার প্রার্থী ইকবাল আল আজাদ বিজয়ী

জামালগঞ্জ উপজেলায় নৌকার প্রার্থী ইকবাল আল আজাদ বিজয়ী

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদেরর উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদন্ডীতা করেন। জামালগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের মোট ভোটার ১লক্ষ ১৭ হাজার ৫৪টি, এরমাঝে মোট উপস্থিতি রয়েছেন ৬০ হাজার ৩ শত ৭৭টি ভোট বৈধ, বাতিলকৃত ভোটের সংখ্যা ৯শত ১০ ভোট, সর্বমোট ভোটের সংখ্যা ৬১ হাজার ২শত ৮৭ ভোট।
উপজেলায় মোট ৪৬টি কেন্দ্রে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুরাদ উদ্দিন হাওলাদের জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ফলাফল ঘোষনা করেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষনা করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়, দক্ষীণ সুনামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিমসহ সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
জেলা নির্বাচন অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করেন। এরমাঝে মো. ইকবাল আল আজাদ নৌকা প্রার্থী ৩৭ হাজার ৩শত ২১ ভোট। নিকটতম প্রতিদন্ডী মো. নুরুল হক আফিন্দী ধানের শীষ ১৬ হাজার ৮শত ৯০ ভোট। মো. ফয়জুল আলম মোহন স্বতন্ত্র ঘোড়া ১ হাজার ৩শত ৬১ ভোট, মো. মাসুম তালুকদার স্বতন্ত্র আনারস প্রতিক ৪ হাজার ৮শত ৫ ভোট পেয়েছেন।
বেসরকারীভাবে আওয়ামী লীগের নৌকা প্রার্থী মো. ইকবাল আল আজাদ ২০ হাজার ৪শত ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: