বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
জামালগঞ্জ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জামালগঞ্জ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. রাসেল মিয়া, জামালগঞ্জ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার বিকেল ৩ ঘটিকায় সাচনাবাজার ইউনিয়নে কুকড়া পরশী মাঠে যানাজার নামাজ পূর্ব সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ ও সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীহ, মুক্তিযোদ্ধা সংসদ, জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগরসহ বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, সুনামগঞ্জ-১ আসনের এমপি, পৌর মেয়রসহ বিভিন্ন সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিক আসনের মহিলা এমপি শামীমা আক্তার খান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক এড. হায়দার চৌধুরী লিটন, মুক্তিযোদ্ধা এড. আলী আমজাদ, এড. আশাদ উল্লাহ সরকার, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, জামালগঞ্জ থানা ওসি সাইফুল আলম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মবিন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাবেক ভার প্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুলজামান কামরুল, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক আফিন্দী, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু,এড.আখতারুজ্জামান সেলিম, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলী আমজাদ, নিহতের পুত্র জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ইকবাল আল আজাদসহ ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন রাজনৈতিক ও সরকারী বেসরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানা যায়, ইউসুফ আল আজাদ তিনি গুরুতর অসুস্থ সিলেট ইউমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৪ তলায় ইন্টেনসিভ কেয়ার ইউনিট(আইসিইউ)তে ভর্তি হন। হাসপাতালের চিকিৎসাধিন অবস্থায় রবিবার সকাল ১০.৩০ ঘটিকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। অর্ধলক্ষ মানুষের ভালবাসায় শেষ বিদায়ে সোমবার বিকালে নিহতের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: