শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
ট্রাম্পের জয়ের জন্য ফেসবুক দায়ী নয়: জাকারবার্গ

ট্রাম্পের জয়ের জন্য ফেসবুক দায়ী নয়: জাকারবার্গ

acebook-zuckerberg_samakal__248691আমার সুরমা ডটকম ডেক্সফেসবুকের ‘ভুয়া খবর’ ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে সাহায্য করেছে বলে উঠা অভিযোগ নাকচ করলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ক্যালিফোর্নিয়ায় বৃহস্পতিবার প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে তিনি বলেছেন, ট্রাম্পের জয়ের জন্য ফেসবুক দায়ী নয়। খবর বিবিসির

তিনি আরও বলেন, ‘ফেসবুকে ভুয়া খবর মার্কিন নির্বাচনকে প্রভাবিত করেছে বলে যে কথা বলা হচ্ছে, তা আসলে পাগলামি ছাড়া আর কিছু নয়।’ মার্ক জাকারবার্গ বলেন, ‘কেউ যদি এই তত্ত্ব বিশ্বাস করেন, তাহলে বলতে হবে—ট্রাম্প সমর্থকরা যে বার্তা দেয়ার চেষ্টা করেছে, সেটা তিনি উপলব্ধি করতে পারেননি।’ কয়েকটি সমীক্ষায় বলা হচ্ছে, ট্রাম্প সমর্থকরা যেভাবে ‘ভুয়া খবর’ ফেসবুকে শেয়ার করেছিল; পরে সেসব খবর যে ভুয়া, সেই ফলো-আপ পোস্টগুলো তারা সেভাবে শেয়ার করেনি। যুক্তরাষ্ট্রের বহু মানুষ এখন খবরের প্রাথমিক উৎস হিসেবে ফেসবুকের ওপর বেশি নির্ভর করে। আর ফেসবুকের নিউজ-ফিড এমনভাবে ডিজাইন করা যে কোনো একজন ব্যবহারকারী সেসব পোস্টই বেশি দেখতে পাবেন, যেগুলোতে তার আগ্রহ বেশি।

সমালোচকরা বলছেন, এর ফলে এমন একটা অবস্থার তৈরি হচ্ছে, যেখানে কেবল একজনের পছন্দের খবরগুলোই তার কাছে পৌঁছাচ্ছে; যা তার রাজনৈতিক মত বা বিশ্বাসকেই আরও দৃঢ় করছে। চলতি বছরের শুরুতে নির্বাচনী প্রচারের সময় ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ‘ট্রাম্পবিরোধিতার’। ফেসবুক তখনও সেই অভিযোগ অস্বীকার করেছিল। তবে সবচেয়ে আকর্ষণীয় খবর কী হতে পারে—সেগুলো বাছাইয়ের কাজে নিয়োজিত একটি দলকে বরখাস্ত করেছিল ফেসবুক। এরপর থেকে এই কাজের জন্য ফেসবুক পুরোপুরি অ্যালগরিদম বা গাণিতিক হিসেবের ওপর নির্ভর করতে শুরু করে। সমালোচকরা বলছেন, এরপর থেকেই ‘পুরোপুরি ভুয়া’ খবরগুলো বেশি করে লোকের ফেসবুক টাইমলাইনে যেতে শুরু করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: