বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
দক্ষিণ সুনামগঞ্জে আইন-শৃংখলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জে আইন-শৃংখলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত

এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ (সুনামগঞ্জ) সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা প্রশাসেনর উদ্যোগে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে আইন-শৃংখলা, সন্ত্রাস ও নাশকতা, নদী রক্ষা এবং নারী ও নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জিতু, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, দর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হেকিম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আলা উদ্দিন খান, উপজেলা সমবায় অফিসার মোঃ মাসুদ মিয়া, উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা, উপজেলা মৎস্য অফিসার মোঃ ছমির উদ্দিন, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, উপজেলা আনসার ভিডিভি অফিসার মোঃ নাজিম উদ্দিন, এসআই আকিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক নীতিশ চন্দ্র বর্মন, উপজেলা সহকারি পরিবার-পরিকল্পনা অফিসার জুনেদ আহমদ প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির উপজেলার বিভিন্ন হাওরে পিআইসির অধীনে নির্মাণাধীন বাঁধ নিয়ে পিআইসির সভাপতিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় দ্রুত সময়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সবকটি বাঁধের কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি বাঁধ পরিদর্শনকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে বাঁধের কাজ পরিদর্শনের তাগিদ প্রদান করেন এবং প্রতিদিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: